ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আইইউবি-তে অ্যান্ড্রো হিউম্যানয়েড রোবট ‘নাও’ 

তথ্যপ্রযুক্তি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
আইইউবি-তে অ্যান্ড্রো হিউম্যানয়েড রোবট ‘নাও’ 

ঢাকা: ফ্রান্সের আলদেবারান রোবোটিক্সের তৈরি প্রোগ্রাম উপযোগী অ্যান্ড্রো হিউম্যানয়েড রোবট ‘নাও’ (NAO), যা ২০১৫ সালে সর্বপ্রথম বাংলাদেশে নিয়ে আসে ইন্ডিপেনডেন্ট ইউনির্ভাসিটি (আইইউবি)।

প্রাথমিক পর্যায়ে ২০০৮ সালে শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে ব্যবহারের জন্য এ রোবটের প্রাতিষ্ঠানিক যাত্রা শুরু হলেও মূলত, ২০১১ সালে রোবটটি সংশ্লিষ্ট সবার নাগালের মধ্যে আসে।

 

বর্তমানে এটি বিশ্বের বিভিন্ন দেশে অসংখ্য প্রখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানে গবেষণা ও শিক্ষা ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে।

এ রোবট সংগ্রহের মাধ্যমে আইইউবি’র ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ ধারাবাহিক গবেষণার মাধ্যমে উৎকর্ষ সাধন এবং বাংলাদেশে রোবটিক্স প্রোগ্রামিংকে জনপ্রিয় করে তুলতে ‘নাও প্রকল্পে’ যোগদান করে।  

আলদেবারানের ক্লাউড সার্ভারের সঙ্গে সংযুক্ত থাকার মধ্য দিয়ে বর্তমানে আইইউবি ও বাংলাদেশ নাও রোবট নিয়ে গবেষণারত বিশ্বের সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্ত রয়েছে।

সদ্য সমাপ্ত ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৬’-এর আয়োজকরা রোবটটিকে দর্শকদের সামনে প্রদর্শনের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অনুরোধ করেন। পরে মেলায় আসা হাজার হাজার দর্শক আইইউবি স্টলে রোবটটির বিভিন্ন কর্মকাণ্ড প্রত্যক্ষ করেন।

আইইউবি’র ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা বর্তমানে নাও প্লাটফর্ম ব্যবহার করে রোবট বিষয়ক গবেষণা এবং মানুষ ও রোবটের পারস্পরিক যোগাযোগ ও সম্পৃক্ততার উন্নয়নে কাজ করে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।