ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

নারীদের জন্য অ্যাপ ‘চেকমেইট’

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৬
নারীদের জন্য অ্যাপ ‘চেকমেইট’

স্তন ক্যান্সার, নারীদের নীরব ঘাতক রোগ। ভয়ঙ্কর এই রোগ নিরাময়ে বিশ্বজুড়ে অক্টোবর মাসকে স্তন ক্যান্সার সচেতনতার মাস হিসেবে পালন করা হয়।

হিসাব অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর নতুন করে ২০ হাজারেরও বেশী নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হয়। বিশেষজ্ঞরা বলছেন, ৯০ % ক্ষেত্রেই সচেতনতা ও সময়মত চিকিৎসা বাঁচিয়ে তুলতে পারে রোগীকে এবং দিতে পারে সুস্থ্য স্বাভাবিক জীবন।

স্তন ক্যান্সারের লক্ষণগুলো যত দ্রুত ধরা পরবে ততই বেশি সুযোগ পাওয়া যাবে পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার; অর্থাৎ বাড়বে সুস্থতার সম্ভাবনাও!

তাদের মতে, মূলত সচেতনতার অভাবে এ রোগ অনেক দেরীতে ধরা পরে, যার কারণে নিরাময়ের সম্ভাবনাও অনেক কমে যায়। এর কার্যকর প্রতিকারের জন্য সময়মত স্তন ক্যান্সারের লক্ষণগুলো বুঝতে পারা খুবই জরুরী।

তাই স্তন ক্যান্সার সচেতনতায় সাহায্য করার লক্ষ্যে কালারস এফএম ১০১.৬ একটি মোবাইল অ্যাপ চালু করেছে, নাম CheckMate.  

উদ্যোক্তা প্রতিষ্ঠানটি বলছে, এদেশে এখনও অনেক মানুষই স্তন ক্যান্সার নিয়ে সহজভাবে কথা বলতে পারেন না, ডাক্তার দেখাতেও লজ্জা বোধ করেন। আর এ কারণে দিন দিন বেড়েই চলছে স্তন ক্যান্সারের ঝুঁকি।

‘চেকমেইট’  অ্যাপটির সাহায্যে নারীরা ঘরে বসেই স্তন ক্যান্সারের প্রাথমিক লক্ষণ সম্পর্কে জানতে পারবেন এবং এর মাধ্যমে নিজেই পরীক্ষা করতে পারবেন। এছাড়াও প্রয়োজনে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেয়ার সুবিধাও পাওয়া যাবে এই অ্যাপসের মাধ্যমে। আর রিমাইণন্ডার সেট করে প্রতিমাসে সেলফ চেকিং; এটি অ্যাপটির একটি গুরুত্বপূর্ণ ফিচার।

সুত্র মতে, এখন থেকে যেকোন অ্যান্ড্রয়েড মোবাইলের গুগল প্লে-স্টোরে CheckMate Breast Cancer লিখে সার্চ করে অথবা সরাসরি http://bit.ly/checkmatebreastcancer এই লিঙ্ক থেকে CheckMate অ্যাপটি ফ্রি ডাউনলোড করা যাবে।

ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে বিশেষজ্ঞরা আরো বলছেন, ত্রিশ বছরের বেশি বয়সী নারীদের এ বিষয়ে পরীক্ষা করা উচিৎ। এছাড়া সব মহিলাদের প্রতিমাসে নিয়ম করে একবার সেলফ্ একজামিন করা এবং এ ধরনের কোন লক্ষণ প্রকাশিত হলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হওয়া প্রয়োজন।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।