ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

১৬ অ্যানিমেশন ছবিতে আইএসএস’র ১৬ বছর উদযাপন

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৬
১৬ অ্যানিমেশন ছবিতে আইএসএস’র ১৬ বছর উদযাপন

সেই ১৯৯৮ সালের কথা। যুক্তরাষ্ট্র, রাশিয়া, জাপান, কানাডা, যুক্তরাজ্য সহ ১৫টি দেশের যৌথ উদ্যোগে পৃথিবীর বাইরে মহাকাশে প্রথম স্থাপন করা হয় ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন বা আইএসএস।

পৃথিবীর বাইরে এটিই ছিল প্রথম মনুষ্য বসবাস উপযোগী স্যাটেলাইট আর্থ।

স্থাপনের সকল কারিগরি দিক সম্পন্ন করারা পর ২০০০ সাল থেকে আজ অবধি স্টেশনটিতে বসবাস করে আসছে মানুষজন। ওখানে বসবাসরতরা অবশ্য সাধারণ কোন মানুষ নন, তারা বেশীর ভাগই বিজ্ঞানী ও নভোচারী। গবেষণার কাজের জন্যই তাদেরকে থাকতে হয় সেখানে।

পৃথিবীর বাইরে স্থাপিত এমন গুরুত্বপূর্ণ একটি স্থাপনার ১৬ বছর পূর্ণ হল চলতি বছরের চলতি মাসে। আর নাসা সেটিকে ঘটা করে পালন করবে না, তা কি হয়? তাই তো নাসার পক্ষ থেকে আইএসএস এর ১৬ বছর পূর্তি উপলক্ষ্যে অবমুক্ত করা হয়েছে ১৬টি অ্যানিমেটেড বা জিআইএফ এক্সটেনশনের ছবি।

ছবিগুলোতে মূলত স্পেস স্টেশনে ব্যবহৃত মাইক্রোগ্রেভিটি এবং সেখানকার গবেষণার কর্ম পরিবেশকে তুলে ধরা হয়েছে। একটি ছবিতে তো পুরো স্পেস স্টেশনের নির্মাণ কৌশল দেখানো হয়েছে মাত্র কয়েক সেকেন্ডে।

ছবিগুলো দেখতে নীচের লিংকে ক্লিক করুন:

http://www.nasa.gov/feature/16-years-of-station-told-in-16-gifs

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৬

এমএডি/এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।