ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

সানফ্রান্সিসকোর পরিবহন সেবা স্থবির করল হ্যাকার!

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৭ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৬
সানফ্রান্সিসকোর পরিবহন সেবা স্থবির করল হ্যাকার!

হলিউডের সিনেমা কিংবা টিভি সিরিজের ক্ষেত্রে ঘটনাটি ঘটলে ঠিক ছিল, কিন্তু দূর্ভাগ্য সানফ্রান্সিসকোবাসীর।

হলিউডের সিনেমা কিংবা টিভি সিরিজের ক্ষেত্রে ঘটনাটি ঘটলে ঠিক ছিল, কিন্তু দূর্ভাগ্য সানফ্রান্সিসকোবাসীর। কারণ চোখের সামনে একেবারে সিনেমেটিক কায়দায় গণপরিবহনের সেবা স্থবির হয়ে যায়।

এ বিষয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে জানানো হয়, গত সপ্তাহে এক হ্যাকারের কান্ডে হঠাৎ করে স্থবিরতা নেমে আসে পুরো সানফ্রান্সিসকোর পরিবহন সেবায়।

সানফ্রান্সিসকো শহরের পরিবহন শাখার পুরো নেটওয়ার্ক হ্যাক করে সেখানে একটি বার্তা ঝুলিয়ে দেয় হ্যাকার।

সেই বার্তায় বলা হয় “এই সেবাটি হ্যাক হয়েছে, সকল তথ্য এনক্রিপ্টটেড করা হয়েছে”। তাই তথ্য ফিরে পেতে সহসাই যোগাযোগ করুন।
যোগাযোগ করার জন্য হ্যাকার একটি ইমেল অ্যাড্রেসও দিয়ে দেয় সেখানে।

হ্যাকারের দেয়া ইমেইল থেকে জানা গেছে, সে যে ইমেইলটি দিয়েছে তার সার্ভারের অবস্থান রাশিয়ায়। ইয়ানডেক্স নামের রাশিয়ান ওই সার্ভার সেবাদানকারী প্রতিষ্ঠানটি বিশ্বজুড়ে হ্যাকারদের কাছে খুবই জনপ্রিয়।

এদিকে হ্যাকারের এমন কান্ডে তাৎক্ষণিকভাবে পরিবহনের সকল টিকেট দেয়া বন্ধ করে দেয় সানফ্রান্সিসকো কর্তৃপক্ষ। ফলে কোন প্রকার অর্থ ব্যয় ছাড়াই সেখানকার মানুষজন এখন পরিবহন সেবা উপভোগ করছেন সানন্দে।

অন্যদিকে হ্যাকারের দাবিকৃত ১০০ বিট কয়েন বা সমপরিমান ৭০ হাজার ডলার দেয়া হবে কিনা সেই ব্যাপারে এখনো সিদ্ধান্তে নেয়নি কর্তৃপক্ষ।

তবে তাদের প্রযুক্তি বিশেষজ্ঞরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন হ্যাক হওয়া নেটওয়ার্ক পুনরুদ্ধারের।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৬
এমএডি/এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।