ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

এবার কোনো শব্দ নয়, ইমোজিতে হবে সার্চ!

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৩ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৬
এবার কোনো শব্দ নয়, ইমোজিতে হবে সার্চ!

ভাবছেন যদি কিছু না-ই লিখি তাহলে সার্চ হবে কি করে? আসলে, এবার সেটাই হবে।

ভাবছেন যদি কিছু না-ই লিখি তাহলে সার্চ হবে কি করে? আসলে, এবার সেটাই হবে।

কোনো কিছু লিখা ছাড়াই সামনে চলে আসবে আপনার কাঙ্খিত সার্চ রেজাল্ট।

আর সেটা হবে ইমোজির মাধ্যমে।

এতোদনি আমরা শুধু চ্যাট আর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের মনোভাব প্রকাশের জন্য ইমোজির ব্যবহার করে এসেছি। এবার এর ব্যবহার হবে সার্চের বেলায়, প্রয়োজনীয় তথ্য খুঁজতে। ফলে ইন্টারনেট প্রিয় মানুষ হয়ে যাবে আরো একটু অলস এমনও মন্তব্য করা হচ্ছে।

তবে এর ব্যবহার কিন্তু প্রথাগত গুগল সার্চে নয় বরং টুইটারে শুরু হচ্ছে, গত মঙ্গলবার এক বিবৃতিতে এমনটিই জানিয়েছে গুগল।

ধরুন আপনি খুব ক্ষুধার্ত, বার্গার খেতে ইচ্ছে করছে। টুইটার খুলে তাতে বার্গারের ইমোজি দিয়ে @google লিখে টুইট করে দিন। তাতেই আপনার সামনে চলে আসবে কোথায় এই মুহূর্তে আপনার সবচেয়ে কাছেপিছে বার্গার পাওয়া যাচ্ছে। তেমনিভাবে ক্রিসমাস ট্রি’র একটি ইমোজি আপনাকে জানিয়ে দিবে আপনার সবচেয়ে কাছে কোথায় হচ্ছে ক্রিসমাসের সবচেয়ে বড় পার্টিটি। এতে বাড়তি কোনো শব্দ খরচ ছাড়াই হয়ে যাবে আপনার তথ্য খোজাঁর কাজ।

তথ্য মতে, বর্তমানে ইউনিকোড সিম্বলের আওতায় থাকা ১৪’শ ইমোজির মধ্যে এই মুহূর্তে গুগল সার্চে কাজ করবে মাত্র ২০০টি। পরবর্তীতে চাহিদা মত আরও ইমোজি যোগ করা হবে।

তবে টুইটারে গুগলের এই সেবা পেতে আপনাকে গুগলের লোকেশন সার্ভিসটি অবশ্যই সক্রিয় করে নিতে হবে।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৬
এমএডি/এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।