ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

গুলশানে বিকল ৪৫০টি টেলিফোন ও ইন্টারনেট মেরামতের কাজ চলছে

তথ্যপ্রযুক্তি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
গুলশানে বিকল ৪৫০টি টেলিফোন ও ইন্টারনেট মেরামতের কাজ চলছে

রাজধানীর গুলশানে রাস্তা খননের সময় বিটিসিএল’র ডাক্ট লাইন, অপটিক্যাল ফাইবার, প্রাইমারি ক্যাবল, সেকেন্ডারি ক্যাবল এবং একটি কেবিনেট ক্ষতিগ্রস্ত হওয়ায় কেবিনেট থেকে ৪৫০টি টেলিফোন ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। 

ঢাকা: রাজধানীর গুলশানে রাস্তা খননের সময় বিটিসিএল’র ডাক্ট লাইন, অপটিক্যাল ফাইবার, প্রাইমারি ক্যাবল, সেকেন্ডারি ক্যাবল এবং একটি কেবিনেট ক্ষতিগ্রস্ত হওয়ায় কেবিনেট থেকে ৪৫০টি টেলিফোন ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।  

গুলশানের ১ নং রোড থেকে ৯ নং রোড পর্যন্ত এবং সংশ্লিষ্ট এভিনিউর ক্ষতিগ্রস্ত ক্যাবলগুলো মেরামতের কাজ শুরু হয়েছে।

আগামী ৭ দিনের মধ্যে টেলিফোনগুলো ফের চালু সম্ভব হবে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে বিটিসিএল।

এছাড়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা করা হচ্ছে বলে জনসংযোগ ও প্রকাশনা পরিচালক মীর মোহাম্মদ মোরশেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
পিআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।