ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ল্যাপটপ মেলায় আসু‌সের ‘জেনবুক থ্রি’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
ল্যাপটপ মেলায় আসু‌সের ‘জেনবুক থ্রি’ ঢাকার ল্যাপটপ মেলা, ছবি: রানা-বাংলানিউজ

বি‌শ্বের ল্যাপটপ জগ‌তে আ‌লোড়ন তোলা আসু‌সের ‘জেনবুক থ্রি’ এসে‌ছে ঢাকার ল্যাপটপ মেলায়। এ‌টিই এখন বি‌শ্বের সব‌চে‌য়ে স্লিম ল্যাপটপ। দাম এক লাখ ৩৯ হাজার টাকা।

ঢাকা: ‌বি‌শ্বের ল্যাপটপ জগ‌তে আ‌লোড়ন তোলা আসু‌সের ‘জেনবুক থ্রি’ এসে‌ছে ঢাকার ল্যাপটপ মেলায়। এ‌টিই এখন বি‌শ্বের সব‌চে‌য়ে স্লিম ল্যাপটপ।

দাম এক লাখ ৩৯ হাজার টাকা।

বঙ্গবন্ধু আন্তর্জা‌তিক স‌ম্মেলন কে‌ন্দ্রে ল্যাপটপ মেলা ঘু‌রে দেখা গে‌ছে, এ‌টি সব‌চে‌য়ে দা‌মি ল্যাপটপ।  

ম্যাকবুক‌কে পেছ‌নে ফে‌লে তার থে‌কে চিকন এবং অধিকতর শক্তিশালীভাবে তৈরি করা হয়েছে এ ল্যাপটপটি।  ল্যাপটপ মেলা থে‌কে এ পর্যন্ত ৩টি জেনবুক থ্রি ল্যাপটপ বিক্রি হয়েছে।  

এর পর্দা সাড়ে ১২ ইঞ্চি, কর্নিং গরিলা গ্লাস ৪  রয়েছে। যা সাড়ে সাত মিলিমিটারের ব্যাসেলে মোড়ানো।
হা‌তে নি‌য়ে দেখা গে‌ছে, এ‌টি অত্যন্ত হাল্কা। ওজন মাত্র ৯১০ গ্রাম। আর পাতলা ১১ দশমিক ৯ মিলিমিটার।

কোর আই সেভেন প্রসেসর ব্যবহার করা হয়েছে। ৫১২ জিবির তৃতীয় প্রজন্মের সিপিআই এক্সপ্রেস এসএসডি দেবে দ্রুত ডাটা ট্রান্সফারের সুবিধা। রয়েছে ১৬০০ বাস স্পিডের ১৬ গিগাবাইট র‌্যাম।

ডিভাইসটিতে পাতলা ৬ সেলের ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ব্যাকআপ দেবে ৯ ঘণ্টা পর্যন্ত। দ্রুত চার্জিং ব্যবস্থা থাকায় ৬০ শতাংশ পর্যন্ত চার্জ হবে ৪৯ মিনিটে।

গত বুধবার বাংলা‌দে‌শের বা‌জা‌রে ল্যাপটপ‌টি উন্মুক্ত করা হয়।  

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
এসএ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।