ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

এবার টুইটার ছাড়ছেন সিটিও অ্যাডাম মেসিঞ্জার

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:১৫, ডিসেম্বর ২১, ২০১৬
এবার টুইটার ছাড়ছেন সিটিও অ্যাডাম মেসিঞ্জার অ্যাডাম মেসিঞ্জার (ছবি: সংগৃহীত)

চলতি বছরে টুইটার যে খুব খারাপ সময় পার করছে তা বলার অপেক্ষা রাখে না।

চলতি বছরে টুইটার যে খুব খারাপ সময় পার করছে তা বলার অপেক্ষা রাখে না। কারণ টুইটার ইনকর্পোরেশন থেকে একের পর এক চলে যাচ্ছে প্রতিষ্ঠানটির শীর্ষ পর্যায়ের কর্তাব্যাক্তিরা।

এবার সেই কাতারে নাম লেখালেন টুইটারের সিটিও বা চীফ টেকনোলজি অফিসার অ্যাডাম মেসিঞ্জার।

আর এই খবরটি জনসন্মুখে প্রচারে তিনি মাধ্যম হিসেবে বেছে নিলেন সেই টুইটারকেই।

গত মঙ্গলবার এক টুইটে অ্যাডাম মেসিঞ্জার জানান, টুইটার ছেড়ে যাচ্ছেন তিনি।

উল্লেখ্য, অ্যাডাম মেসিঞ্জার ২০১১ সালে টুইটারে যোগ দেন। এরপর ২০১৩ সালে পদোন্নতি পেয়ে প্রতিষ্ঠানটির অন্যতম শীর্ষ স্থানীয় পদ সিটিও পদে দায়িত্ব পালন শুরু করেন। টুইটারে যোগ দেয়ার আগে তিনি ওরাকল কর্পোরেশনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

টুইটারে চীফ টেকনোলজি অফিসার হিসেবে অ্যাডাম মেসিঞ্জারের দায়িত্ব ছিল ইঞ্জিনিয়ারিং, পণ্যের উন্নয়ন এবং ডিজাইন সহ টুইটারের প্রযুক্তিগত দিকগুলো দেখাশোনা করা।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৬

এমএডি/এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।