ঢাকা, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২, ০৯ মে ২০২৫, ১১ জিলকদ ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

নতুন বছরকে স্বাগত জানাতে ব্যাগপ্যাকার্সে ছাড়

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৮, ডিসেম্বর ২৫, ২০১৬
নতুন বছরকে স্বাগত জানাতে ব্যাগপ্যাকার্সে ছাড় ছবি: সংগৃহীত

পুরাতন বছরকে বিদায় জানিয়ে, নতুন বছরকে স্বাগত জানাতে অফার ঘোষণা করেছে ব্যাগপ্যাকার্স (www.bagpackersbd.com)।
 

পুরাতন বছরকে বিদায় জানিয়ে, নতুন বছরকে স্বাগত জানাতে অফার ঘোষণা করেছে ব্যাগপ্যাকার্স (www.bagpackersbd.com)।

এই অফারের আওতায়  ক্রেতারা ব্যাগপ্যাকার্সের নির্দিষ্ট মডেলের ব্যাগে ৩০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন।

প্রতিষ্ঠানটির কর্ণধার রিয়াজ আহমেদ বাবু সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি জানিয়েছে।

এছাড়াও তিনি বলেন, ক্রেতাদের বাড়তি সুবিধা দিতে বছরের শেষ সময়ে আমাদের এই আয়োজন। অফারটি চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।
নতুন বছর উদযাপনে এই অফারের মাধ্যমে ক্রেতাদের সহযোগি হতে পেরে তিনি আনন্দ প্রকাশ করেন।

উল্লেখ্য, লেডিস ব্যাগ, হ্যান্ড পার্স, অফিস ব্যাগ, ল্যাপটপ ব্যাগ, লাগেজ, কাঁধের ব্যাগ, ট্রাভেল ব্যাগ এবং পার্টি ব্যাগসহ বিভিন্ন ধরনের ব্যাগের কালেকশন নিয়ে রাজধানীর মোহাম্মদপুরের জাকির হোসেন রোডে প্রতিষ্ঠানটির তিনটি শাখায় চলছে এ আয়োজন।

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।