ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

কেমন ছিল দেশীয় প্রযুক্তিপণ্যের বাজার

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৬
কেমন ছিল দেশীয় প্রযুক্তিপণ্যের বাজার

বিদায়ের শেষ লগ্নে ২০১৬ সাল। বছর জুড়ে প্রযুক্তি দুনিয়ায় অবমুক্ত হয়েছে হরেক রকমের প্রযুক্তিপণ্য।

বিদায়ের শেষ লগ্নে ২০১৬ সাল। বছর জুড়ে প্রযুক্তি দুনিয়ায় অবমুক্ত হয়েছে হরেক রকমের প্রযুক্তিপণ্য।

গ্রাহকদের চাহিদা মেটাতে বাংলাদেশের বাজারেও  সেগুলো নিয়ে এসেছে প্রযুক্তিপণ্যের ব্যবসায়ীরা।
 
তবে লক্ষ্যমাত্রা অর্জন হয়েছে কতোটা সে বিষয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, বিগত বছরগুলোর তুলনায় এ বছর গ্রাহকদের থেকে আশানুরুপ সাড়া পেয়েছেন তারা।

সবচেয়ে বেশি বিক্রি গেছে ট্যাবলেট পিসি। দামে কম এবং সহজে বহনযোগ্য বলে এই পণ্যটির চাহিদা ছিল একটু বেশী।

‌আন্তর্জাতিক বিভিন্ন ব্র্যান্ডের ট্যাবলেটের মধ্যে গ্রাহকদের প্রথম চাহিদা ছিল লেনোভো ট্যাব। এছাড়া কম দামী ট্যাবের গ্রাহকও ছিল ভাল।

বিশেষকরে ৫ হাজার টাকা থেকে শুরু করে ১৫ হাজার টাকার ট্যাবলেট পিসির চাহিদাই ছিল বেশি।

বর্তমানে হ্যান্ডসেটের মতো পার্সোনাল কম্পিউটারও  মানুষের নিত্য-সঙ্গী। আর এ ডিভাইসটি থাকলে ছোট-খাটো বিভিন্ন ডিভাইসের প্রয়োজনে ব্যবহারকারীদের মাঝেমধ্যেই ছুটতে হয় বাজারে। ২০১৬ সালের কম্পিউটার অ্যাকসেসরিসের বাজারে গ্রাহক সমাগম ভাল ছিল।

৮ ’শ টাকা থেকে দেড় হাজার টাকা দামের ব্লুটুথ স্পিকারগুলো বিক্রি হয়েছে ভাল। পোর্টেবল হার্ডড্রাইভের চাহিদাও কম ছিল না,  বিভিন্ন স্টোরেজের মধ্যে ৫০০ গিগাবাইট হার্ডড্রাইভের ক্রেতাই বেশী পেয়েছেন ব্যবসায়ীরা। ব্র্যান্ড হিসেবে এগিয়ে ছিল ওয়েস্টার্ন ডিজিটাল, ট্রানসেন্ড,এডেটা।

দাম কম এবং অতি প্রয়োজনীয় ক্ষুদে যন্ত্র পেনড্রাইভের শীর্ষে ছিল ট্রানসেন্ড । দাম কম আর ডিজাইনের ভিন্নতার কারণে গ্রাহকদের পছন্দ ছিল ব্র্যান্ডটি।

গ্রাফিক্স কার্ডের মধ্যে গিগাবাইট এবং আসুসের ৪ হাজার থেকে ৫ হাজার টাকার গ্রাফিক্স কার্ডগুলো ছিল গ্রাহকের প্রথম পছন্দ।
এছাড়া প্রতিষ্ঠানগুলোর প্রয়োজন অনুযায়ী প্রিন্টারের বাজার ছিল জমানো।

ব্যবসায়ীরা জানান, ২ হাজার ৩’শ টাকা থেকে ১০ হাজার টাকা দামের  এইচপি এবং ক্যানন  ব্র্যান্ডের প্রিন্টার বেশী বিক্রি হয়েছে।
কাজের ফাকেঁ বা অবসরে একটু বিনোদনের জন্য ল্যাপটপ অথবা কম্পিউটার ব্যবহারকারীদের পছন্দের মধ্যে স্থান করে নিয়েছিল টিভি কার্ড।

আর তাই ব্যবসায়ীরা গেডমি এবং পারফেক্ট ব্র্যান্ডের টিভি কার্ডের ক্রেতাই বেশি পেয়েছিলেন।

সারা বছর বেঁচা বিক্রি ভাল হলেও শেষ সময়টা এসে খারাপ সময় পার করতে হয়েছে প্রযুক্তিপণ্য বিপণনকারীদের। তবে ভাল-মন্দ সব মিলিয়ে ২০১৬ সালটা ছিল তাদের জন্য ইতিবাচক।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৬
এমআইটি/এসজেডএম  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।