ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

পটুয়াখালীতে লার্নিং অ্যান্ড আর্নিং মেলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২২ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
পটুয়াখালীতে লার্নিং অ্যান্ড আর্নিং মেলা পটুয়াখালীতে লার্নিং অ্যান্ড আর্নিং মেলা-ছবি: বাংলানিউজ

পটুয়াখালী: আমরা হবো জয়ী, আমরা দ‍ুর্বার- ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আইসিটি হবে হাতিয়ার- স্লোগানে পটুয়াখালীতে লার্নিং অ্যান্ড আর্নিং মেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকাল ১১টার দিকে পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক এ কে এম শামিমুল হক সিদ্দিকী।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার সৈয়দ মুসফিকুর রহমান ও পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিদ্দিকুর রহমান খান।

বিকেল ৪টা পর্যন্ত চলমান এ মেলায় বিভিন্ন ইউনিয়ন ডিজিটাল সেন্টার, প্রশিক্ষণ কেন্দ্র ও ডিজিটাল পণ্য বিক্রয়সেবা প্রতিষ্ঠান অংশ নেয়।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ২৬, ২০১৭
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।