ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ইন্টারনেট শিল্প হুমকির মুখে পড়ার আশঙ্কা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৫ ঘণ্টা, মার্চ ৩, ২০১৭
ইন্টারনেট শিল্প হুমকির মুখে পড়ার আশঙ্কা ইন্টারনেট শিল্প হুমকির মুখে পড়ার আশঙ্কা-ছবি-ঊর্মি মাহবুব

ঢাকা: ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর (আইএসপি) লাইসেন্সের বার্ষিক ফি বাড়ানো হলে এ শিল্প হুমকির মুখে পড়তে পারে বলে জানিয়েছে সাইবার ক্যাফে ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।

শুক্রবার (৩ মার্চ) বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে একথা জানানো হয়।  

মানববন্ধনে বক্তারা বলেন, আইএসপি লাইসেন্সের বার্ষিক ফি বাড়ানোর প্রস্তাবটি পাস হলে ইন্টারনেট শিল্প হুমকির মুখে পড়বে।

বড় কোম্পানি আরও বড় হবে, কিন্তু ছোটগুলো হবে আরও ছোট। লাইসেন্স ফি বাড়লে তার টাকা ব্যান্ডউইথ বিক্রি করে গ্রাহকদের কাছ থেকেই আদায় করতে হবে।  

এতে ইন্টারনেটের দাম যেখানে কমানোর কথা বলা হচ্ছে সেখানে তা আরও বেড়ে যাবে। যা সাইবার ক্যাফে বাড়ানোর ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়াবে বলে জানান বক্তারা।  

মানববন্ধনে কোয়াবের সাবেক সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান সুজন, যুগ্ম সম্পাদক মো. অলি উল্লাহ, সাবেক কোষাধ্যক্ষ মো. নাসির উদ্দিন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৭
ইউএম/আরআর/এএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।