ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

গেম আসক্তিতে মেজাজ খিটখিটে হচ্ছে টিনেজারদের

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৭
গেম আসক্তিতে মেজাজ খিটখিটে হচ্ছে টিনেজারদের পছন্দের শীর্ষে ভিডিও গেম

টিনেজারদের (১৩ থেকে ১৯) নিয়ে পরিবাবে যে সমস্যগুলো বেশি থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে মাদকাসক্তি ও প্রেম। ১৮ বছরের ছেলে-মেয়েরাই মূলত বাবা-মায়েদের মাথা-ব্যথার কারণ। কিন্তু, গবেষণা বলছে বর্তমান টিনেজারদের কাছে মাদকাসক্ত ও প্রেমের চেয়েও অনেক বেশি আগ্রহের তালিকায় রয়েছে ভিডিও গেম। আর এই গেম আসক্তিতে মেজাজ খিটখিটে হচ্ছে টিনেজারদের।

নিউইয়র্ক পোস্টে প্রকাশিত একটি রিপোর্টে বলা হচ্ছে, টিনেজারই শিশুদের থেকে অনেক বেশি ভিডিও গেম খেলে থাকে। গড়ে প্রত্যহ তিন ঘণ্টা করে সময় ব্যয় করে এখানে।

তারা এতটাই গেমের প্রতি আগ্রহী যে এর জন্য অন্যান্য অভ্যাস ছাড়তে রাজি।

গবেষকরা বলছেন, নতুন প্রজন্ম মদ-গাঁজা ও সিগারেট পছন্দ করছে না এটা অবশ্যই ভালো ব্যাপার। কিন্তু তার পাশাপাশি, তাদের গেমের প্রতি আগ্রহ বৃদ্ধি পাওয়াটা মোটেই ভালো লক্ষণ নয়। কেননা এতে করে যেমন তাদের সময়-জ্ঞান নষ্ট হচ্ছে সেই সঙ্গে অনিয়ম প্রবনতা বাড়ছে। অন্যদিকে মেজাজ খিটখিটেসহ তারা পড়াশোনা, মাঠের খেলাধুলাসহ পরিবার থেকেও হয়ে পড়ছে বিচ্ছিন্ন।

বাংলাদেশ সময়: ০৮২৮ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৭
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।