ঢাকা, বুধবার, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

তথ্যপ্রযুক্তি

বগুড়ায় তিন দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:০২, এপ্রিল ২৫, ২০১৭
বগুড়ায় তিন দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু বগুড়ায় তিন দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু-ছবি: আরিফ জাহান

বগুড়া: বগুড়ায় তিন দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুর ১২টার দিকে বগুড়া জিলা স্কুল মাঠে এ মেলার উদ্বোধন করা হয়।

জেলা প্রশাসক (ডিসি) মো. আশরাফ উদ্দিনের আয়োজনে এ মেলা চলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল জলিল, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

মেলায় ৪০টির মতো স্টল অংশ নিয়েছে বলে আয়োজক কমিটি জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
এমবিএইচ/এএটি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।