ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

অ্যান্ড্রয়েড হ্যান্ডসেট নিয়ে বাজারে আসছে ব্ল্যাকবেরি

তথ্যপ্রযুক্তি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫২ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৭
অ্যান্ড্রয়েড হ্যান্ডসেট নিয়ে বাজারে আসছে ব্ল্যাকবেরি এ হ্যান্ডসেটটি নিয়েই বাজারে গুঞ্জন

স্মার্টফোনের বাজারে এক সময় আধিপত্য বিস্তারকারী যুক্তরাষ্ট্রের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ব্ল্যাকবেরি ফের বাজার মাতাতে আসছে। স্যামসাং ও অ্যাপলের কাছে বাজার হারানো জনপ্রিয় এ হ্যান্ডসেট কোম্পানিটি এবার অ্যান্ড্রয়েড ফোন বাজারে ছাড়তে যাচ্ছে।

হারানো গৌরব ফিরে পেতে ও ‘অ্যান্ড্রয়েড দুনিয়ায় পা রাখতে’ কোম্পানিটি এরইমধ্যে চীনের নতুন একটি নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে পার্টারনাশিপে যাওয়ার কথা জানা গেছে।

এদিকে ব্ল্যাকবেরি পরবর্তিতে যে স্মার্টফোনটি বাজারে ছাড়তে যাচ্ছে প্রযুক্তি দুনিয়ায় তার একটি ছবি ছড়িয়ে পড়েছে।

যাতে দেখা যাচ্ছে, সম্পূর্ণ টাচস্ক্রিনের যুগে প্রবেশ করায় নেই এর বিখ্যাত ‘কোয়ার্টি’ কিবোর্ড।  

পানিরোধী অ্যান্ড্রয়েড ফোনটির নাম শোনা যাচ্ছে ‘ব্ল্যাকবেরি মোশন’। হোমবাটন প্রযুক্তির হ্যান্ডসেটটিতে রয়েছে ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক।

এরইমধ্যে প্রযুক্তি বাজারে উন্মাদনা তৈরি করা, আগামী মাসে আসতে যাওয়া আইফোন-১০ এর সঙ্গে টেক্কা দিতে ব্ল্যাকবেরি হ্যান্ডসেটটি ছাড়ছে বলে ধারণা করছেন প্রযুক্তিবিদরা।  

একুটু ছাড়া ‘ব্ল্যাকবেরি মোশন’ নিয়ে আর কোনো তথ্য জানাতে পারেনি প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যমগুলো। জানা যায়নি এর দামও।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।