ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

দেশে মোবাইল গ্রাহক সংখ্যা ৬ কোটি ছাড়িয়ে গেল

আরিফ আরমান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৩ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১০
দেশে মোবাইল গ্রাহক সংখ্যা ৬ কোটি ছাড়িয়ে গেল

বাংলাদেশে এখন মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা ছয় কোটিরও বেশি। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর হিসেবে সম্প্রতি এ তথ্য পাওয়া গেছে।

এ মুহূর্তে বিটিআরসি’র সূত্র মতে, দেশে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা ছয় কোটি ১৮ লাখ চার হাজার। রোববার বিটিআরসি সবশেষ এ পরিসংখ্যান জানিয়েছে। পরিসংখ্যানে উল্লেখ করা হয়, এ বছরের প্রথম সাত মাসে মোবাইল সংযোগ নিয়েছেন ৯৪ লাখেরও বেশি নতুন গ্রাহক।

এ বছরের জানুয়ারি মাসে ১৪ লাখ, ফেব্রুয়ারিতে চার লাখ ৯০ হাজার, মার্চে তিন লাখ ৮০ হাজার, এপ্রিলে ১৬ লাখ ৬০ হাজার, মে মাসে ২০ লাখ, জুনে ১৬ লাখ এবং জুলাইতে ১৮ লাখ ৬৫ হাজার নতুন মোবাইল সংযোগ বিক্রি হয়েছে।

তথ্য সূত্রে উল্লেখ করা হয়, ব্যবহারকারীদের মধ্যে গ্রামীণফোনের দুই কোটি ৭২ লাখ, বাংলালিংক এর এক কোটি ৬৮ লাখ, রবির (একটেল) এক কোটি ১৩ লাখ, সিটিসেলের ১৯ লাখ, টেলিটকের ১১ লাখ এবং ওয়ারিদের ৩২ লাখ মোবাইল সিম বিক্রি হয়।

তবে পিছিয়ে পড়েছে সরকারি মালিকাধীন মোবাইল প্রতিষ্ঠান টেলিটক। সবশেষ গত জুন মাসে টেলিটক এক লাখ ৩০ হাজার গ্রাহক হারিয়েছে। উল্লেখ্য, মোবাইল ফোন প্রতিষ্ঠানগুলো মনে করে সিমের ওপর আরোপিত কর কমিয়ে আনলে ব্যবহারকারীর সংখ্যা আরও বৃদ্ধি পাবে।

বাংলাদেশ স্থানীয় সময় ১৩১৫ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।