অচিরেই শুরু হচ্ছে ‘মিগো’ সফটওয়্যারের বাণিজ্যিক বিপণন। বিশ্বের শীর্ষ মোবাইল নির্মাতা নকিয়া এবং চিপ নির্মাতা ইন্টেলের যৌথ উদ্যোগে মিগো নির্মিত।
গত ফেব্রুয়ারি মাসে মিগো সফটওয়্যার তৈরির পরিকল্পনা উন্মোচন করা হয়। নকিয়ার লিনাক্স মায়ামু সফটওয়্যারটি ইন্টেলের মোবলিন এর উপর ভিত্তি করে তৈরি হয়েছে। যা পুরোপুরি লিনাক্সভিত্তিক মুক্ত সফটওয়্যার।
নকিয়া সূত্র জানায়, মিগো সফটওয়্যার অ্যাপল আইফোন ও গুগল অ্যান্ড্রুয়েডের বিপরীতে প্রতিদ্বন্দ্বীতার বাজার গরম করবে। নকিয়ার মুখপাত্র সিতালা জানান, প্রতিষ্ঠান দুটি যৌথভাবে হার্ডওয়্যার তৈরির উদ্যোগ নিয়েছে। তবে পণ্যটি কেমন হবে তা তিনি এখনই প্রকাশ করতে রাজি না বলে জানান।
বাংলাদেশ স্থানীয় সময় ১৬১৫ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১০