ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ব্যান্ডউইথের দাম কমলেও সুফল পায়নি গ্রাহক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৫ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৮
ব্যান্ডউইথের দাম কমলেও সুফল পায়নি গ্রাহক আইসিটি টাওয়ারে কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়/ছবি: বাদল

ঢাকা: সরকার যতো উদ্যোগ নিক না কেন ইন্টারনেটের গতি ও মূল্য সুলভ না করা পর্যন্ত ডিজিটাল বাংলাদেশ সফল হবে না বলে মন্তব্য করেছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।

বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব বলে তিনি।

তিনি বলেন, ইন্টারনেট মানুষের মৌলিক অধিকার।

৭৮ হাজার টাকার ব্যান্ডউইথ সরকার ৬০০ টাকায় নিয়ে এসেছে। অথচ গ্রাহক সেই সুবিধা পায়নি। আমি চাই গ্রাহক ব্যান্ডউইথ প্যাকেজ পাক। কারণ অপারেটররা ব্যান্ডউইথ কেনে, ডাটা নয়।

আইসিটি মন্ত্রী আরও বলেন, পুশ এসএমএস বন্ধ ও গ্রাহকের ব্যক্তিগত তথ্য সংরক্ষণ করার দায় রাষ্ট্রের। এসব বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

এসময় তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সচিব সুবির কিশোর চৌধুরী উপস্থিত ছিলেন।

**মন্ত্রিত্ব জীবনের বড় পাওয়া, এক বছর পর সুফল
বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৭
আরএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।