ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আইজিডব্লিউ লাইসেন্স আহ্বান ৬ বছর পর

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৮
আইজিডব্লিউ লাইসেন্স আহ্বান ৬ বছর পর বিটিআরসির লোগো

ঢাকা: ছয় বছরের মাথায় টেলিযোগাযোগ খাতে ইন্টারন্যাশনাল গেটওয়ে (আইজিডব্লিউ) লাইসেন্স দিতে আগ্রহীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বুধবার (১৯ সেপ্টেম্বর) বিটিআরসি এ সংক্রান্ত একটি প্রস্তাব আহ্বান করে ওয়েবসাইটে প্রকাশ করেছে।

এতে বলা হয়, বাংলাদেশি বা অনাবাসী বাংলাদেশি বা যৌথ উদ্যোগে এ আবেদন করতে পারবে।

তবে তাদের জয়েন্ট স্টক কোম্পানিতে নিবন্ধিত হতে হবে।

আগ্রহীদের আগামী ১০ অক্টোবরের মধ্যে এ আবেদন করতে হবে। কমিশনের মূল্যায়নের মাধ্যমে যোগ্যদের চূড়ান্ত করা হবে। তবে কত সংখ্যক লাইসেন্স দেওয়া হবে তা সরকার নির্ধারণ করবে।

আন্তর্জাতিক কল আদান-প্রদানের গেটওয়ে হিসেবে কাজ করে আইজিডব্লিউ।

সবশেষ ২০১২ সালে ২৬টি নতুন প্রতিষ্ঠানকে লাইসেন্স দেয় বিটিআরসি। পুরনো তিনটি মিলিয়ে তখন মোট আইজিডব্লউ লাইসেন্সের সংখ্যা দাঁড়ায় ২৯টিতে। ১৫ কোটি টাকা দিয়ে তখন লাইসেন্স নিয়েছিল প্রতিষ্ঠানগুলো।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৮
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।