ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ফেসবুকের ‘ভিউ অ্যাজে’ ত্রুটি, ৫ কোটি অ্যাকাউন্ট ঝুঁকিতে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৮
ফেসবুকের ‘ভিউ অ্যাজে’ ত্রুটি, ৫ কোটি অ্যাকাউন্ট ঝুঁকিতে ছবি: সংগৃহীত

ঢাকা: প্রায় ৫০ মিলিয়ন (৫ কোটি) ফেসবুক ব্যবহারকারীর অ্যাকাউন্ডন্টে নিরাপত্তজনিত ত্রুটি দেখা দিয়েছে। এ ত্রুটির ফলে হ্যাকাররা এসব অ্যাকাউন্ট নিজেদের নিয়ন্ত্রণে নিতে পারে।

ফেসবুক বলছে,  ‘ভিউ অ্যাজ’ ফিচারে ত্রুটির কারণে মঙ্গলবার এ সমস্যা তৈরি হয়। বিষয়টি পুলিশকে জান‍ানো হয়েছে।

সংস্থাটির নিরাপত্তা বিভাগের প্রধান গাই রোসেন বলেন, এরই মধ্যে ত্রুটি সংশোধন করা হয়েছে। হ্যাকারদের আক্রমণের শিকার হতে পারে এমন ব্যক্তিদের অ্যাকাউন্ট শুক্রবার (২৮ সেপ্টেম্বর) পুনরায় লগ-ইন করতে বলা হয়েছে। তাদের অ্যাকাউন্ট পুনরায় সেট করা হয়েছে।  

এজন্য তাদের অ্যাকাউন্ডের পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে না। একই সঙ্গে পূর্ব সতর্কতা হিসেবে আরও ৪০ লাখ ফেসবুক ব্যবহারকারীকে এ বিষয়ে সকর্ত করা হয়েছে।

তিনি বলেন, ওইসব অ্যাকাউন্ট থেকে কোনো তথ্য চুরি হয়েছে কি না সে বিষয়ে আমরা তদন্ত শুরু করেছি। আমরা এখনও জানতে পারিনি এর পেছনে কারা বা কোথা খেকে এ আক্রমণ হয়েছে। এ ঘটনার জন্য আমরা আন্তরিক দুঃখিত।

বাংলাদেশ সময়: ০১২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৮
ইএআর/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।