ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ডিজিটাল বাংলাদেশ দিবস ১২ ডিসেম্বর

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৮
ডিজিটাল বাংলাদেশ দিবস ১২ ডিসেম্বর .

ঢাকা: প্রতিবছরের ১২ ডিসেম্বর জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস এর পরিবর্তে ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপনের প্রস্তাব অনুমোদন হয়েছে। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (২৬ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ প্রস্তাব অনুমোদন হয়।  

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, ১২ ডিসেম্বর ছিল ‘জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস’।

এই দিবসের নাম পরিবর্তন করে ‘ডিজিটাল বাংলাদেশ দিবস’ করার প্রস্তাব পাস হয়েছে।

গত বছরের ২৭ নভেম্বর মন্ত্রিসভার বৈঠকে প্রতিবছর ১২ ডিসেম্বরকে জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস হিসেবে ঘোষণা করার প্রস্তাব পাস হয়। দিবসটি মন্ত্রিপরিষদ বিভাগের এ সংক্রান্ত ‘খ’ ক্রমিকে অন্তর্ভুক্তকরণের প্রস্তাব অনুমোদন করেছিল মন্ত্রিসভা।  

এরপর গতবছরই প্রথম আইসিটি বিভাগ এই দিবসটি নানা আয়োজনে পালন করেছিল।

বাংলাদেশ সময়: ০২৫২ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৮
এমআইএইচ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।