ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ফেসবুক ব্যবহারে বিপত্তি!

তথ্যপ্রযুক্তি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৪ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৮
ফেসবুক ব্যবহারে বিপত্তি! বিপত্তির বিষয়টি এক ব্যবহারকারী টুইটে জানিয়েছেন, এখানে তার স্ক্রিনশট ব্যবহার করা হয়েছে

সপ্তাহ না পেরুতেই ফের বিপত্তির মুখে পড়েছেন ফেসবুক ব্যবহারকারীরা। প্রাথমিক বিষয়টিকে যান্ত্রিক ত্রুটি হিসেবেই বিবেচনা করা হচ্ছে।

এ বিষয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে, ইউরোপজুড়ে হঠাৎ করেই ব্যবহারকারীরা স্বয়ংক্রিয়ভাবে ফেসবুক থেকে লগআউট হয়ে যাচ্ছেন। ফের লগইন হতে চাইলে ‘এরর’ মেসেজ দেওয়া হচ্ছে।

কোনো কোনো অ্যাকাউন্টে পাসওয়ার্ড পরিবর্তনের বার্তা পাঠিয়ে কোড দেওয়া হচ্ছে ব্যবহারকারীর ইমেইল-এ।

অনেকে অভিযোগ করেছেন, সেই কোডও কাজ করছে না।

বুধবার (০৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার পর থেকে ক্রমাগত এই সমস্যার কথা জানাচ্ছেন ব্যবহারকারীরা। অনেকে বিভ্রান্ত হয়ে অ্যাকাউন্ট ‘হ্যাক’ হয়েছে কিনা সে দুঃশ্চিন্তায়ও পড়েছেন।

ব্যবহারকারীরা যেসব জটিলতার মুখে পড়েছেন তার ৪২ শতাংশ বলা হচ্ছে ফেসবুকে লগইন বিষয়ক, ৩৮ শতাংশ বলছেন তারা কোনো কিছুই দেখতে পারছেন না। আর ১৯ শতাংশ ব্যবহারকারী ছবি সংক্রান্ত সমস্যার কথা জানিয়েছেন।

তবে এ বিষয়ে প্রাথমিক ফেসবুক কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে গত ২৯ নভেম্বর বিশ্বজুড়ে ব্যবহারকারীরা ফেসবুক মেসেঞ্জারে লগইন করতে পারছেন না বলে অভিযোগ করেন।  

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।