ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

অফিসে ফেসবুক ব্যবহারে ভারতে নিষেধাজ্ঞা

সিজারাজ জাহান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৯ ঘণ্টা, জুন ২১, ২০১০

আবারও বন্ধের কবলে পড়ল ফেসবুক। সম্প্রতি ফেসবুক সাইট বন্ধ ঘোষণা করেছে ভারতের মহারাষ্ট্র সরকার।

দ্য টাইমস অব ইন্ডিয়ার সংবাদ মাধ্যমে জানা যায়, মহারাষ্ট্র সরকার মন্ত্রালয়ে অবস্থিত প্রধান কার্যালয়ে ফেসবুক এর ব্যবহার সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে।

ইতিমধ্যে মন্ত্রালয়ে অবস্থিত কেন্দ্রিয় তথ্যপ্রযুক্তি বিভাগ ফেসবুক নিষেধাজ্ঞার বিষয়টি তদারকি করতে শুরু করেছে। ফেসবুক বন্ধের এ সিদ্ধান্তটি মন্ত্রালয়ের কর্মচারীদের কাছে বেশ সমালোচিত হয়। তবে অভিযোগ উঠেছে, কর্মচারীরা অধিকাংশ সময় তাদের অফিসের কাজ বাদ দিয়ে ফেসবুক ব্যবহারে মনোনিবেশ করে। অন্যদিকে কর্মচারীরা বলছে তারা শুধু অফিসের মধ্যহ্নভোজ এবং সামান্য অবকাশে ফেসবুক ব্যবহার করে।

মন্ত্রণালয় এর সিনিয়র অফিসিয়াল কর্র্তৃপক্ষ জানান, অফিসের ইন্টারনেট শুধু অফিসের কাজেই ব্যবহার করা উচিত, অন্য কোনো ব্যক্তিগত প্রয়োজনে নয়।

বাংলাদেশ স্থানীয় সময় ১৩৫৫ ঘণ্টা, জুন ১৯, ২০১০
এসজেড/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।