বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে উঠছে অনলাইননির্ভর টিভি (আইপিটিভি)। এ মুহূর্তে যুক্তরাজ্যের মোট টিভি দর্শকের প্রায় এক তৃতীয়ংশ দর্শকই অনলাইনে টিভি উপভোগ করছেন।
রেডিও টাইমস এবং SeeSaw.com এর যৌথ উদ্যোগে পরিচালিত জরিপে এ তথ্য বেড়িয়ে আসে। জরিপ সূত্রে জানা যায়, এ মুহূর্তে ব্রিটেনের শতকরা ৩৪ ভাগ টিভি দর্শক ইন্টারনেটে টিভি দেখতে পছন্দ করেন।
অন্যদিকে যুক্তরাজ্যের শতকরা ৫৬ ভাগ শিক্ষার্থী ইন্টারনেটের মাধ্যমে তাদের ল্যাপটপ এবং মোবাইলে টিভি দেখে থাকেন। আর শতকরা ৩৯ ভাগ শিক্ষার্থী সাধারণ টিভি দেখেন। অন্যদিকে ৬৫ বছর বয়সী বৃদ্ধদের প্রায় অর্ধেকই অনলাইনে টিভি উপভোগ করেন।
বাংলাদেশ স্থানীয় সময় ১৫৩০ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১০