ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আইএসও সনদে জিপিআইটি

সাব্বিন হাসান, আইসিটি এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১১
আইএসও সনদে জিপিআইটি

জিপিআইটি ‘আইটি সার্ভিস ম্যানেজম্যান্ট এবং ইনফরমেশন সিকিউরিটি’ শীর্ষক সেমিনারের আয়োজন করে। এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান।

জিপিআইটি সূত্র এ তথ্য জানিয়েছে।

এ সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন জিপিআইটির প্রধান নির্বাহী কর্মকর্তা পিটার ডিনডিয়াল। এতে কুইন্ট ওয়েলিংটন রেডউড ইনডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা ও পরিচালক সেমিনারে সুনীল মেহতা এবং বিশ্বজিৎ চ্যাটার্জী জোনাল হেড (পূর্ব) ডিএনভি দুটি তথ্যচিত্র উপস্থাপন করেন।

এ অনুষ্ঠানে আন্তর্জাতিক মানের কাজের জন্য জিপিআইটিকে নিরপেক্ষ রেজিস্টার্ড অডিট অরগানাইজেশন থেকে ‘আইএসও২০০০০’ এবং ‘আইএসও২৭০০১’ সনদ দেওয়া হয়।

বাংলাদেশ সময় ১৬১৩ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।