ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

দেশে নতুন মাইক্রোম্যাক্স

সাব্বিন হাসান, আইসিটি এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১১
দেশে নতুন মাইক্রোম্যাক্স

মাইক্রোম্যাক্স বাংলাদেশের জন্য সাশ্রয়ী মূল্যের টাচফোন ‘এক্স২২২’ মডেল নিয়ে এসেছে।

এ নতুন টাচফোনের বৈশিষ্ট্যের মধ্যে আছে ২.৪ ইঞ্চি টিএফটি টাচস্ক্রিন, ক্যামেরা, এফএম রেডিও এবং ব্লুটুথ।

এ ব্র্যান্ডের বিপণনকারী সূত্র এ তথ্য জানিয়েছে।

মাইক্রোম্যাক্স ‘এক্স২২২’ এর টাচ স্ক্রিনটি (২৪০ বাই ৩২০) পিক্সেল এবং ৬৫কে কালার ডিসপ্লে সম্পন্ন।

এ ফোনে ০.৩ মেগাপিক্সেল ক্যামেরা এবং একাধিক ক্যামেরা সেটিংয়ের মাধ্যমে আনন্দময় মূহুর্তগুলো ক্যামেরায় ধরে রাখা যাবে।

এ ফোনে আরও আছে একাধিক ফরম্যাটে গান শোনার সুবিধা। এ মেমোরি ৮জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।

এটি দীর্ঘমেয়াদি ৯০০এমএএইচ ব্যাটারির সাহায্যে ব্যবহারকারীরা দীর্ঘ সময় ধরে ফোনটি ব্যবহার করতে পারবেন। এ মুহূর্তে মাইক্রোম্যাক্স এক্স২২২ মডেলের দাম ৩ হাজার ৫০০ টাকা। আগ্রহীরা (www.micromaxmobile.com.bd) এ সাইটে বিস্তারিত তথ্য পাবেন।

বাংলাদেশ সময় ১৭১৪ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।