ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

উবার সার্ভিসে যুক্ত হলো হেলিকপ্টার রাইড সেবা

তথ্যপ্রযুক্তি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০১ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৯
উবার সার্ভিসে যুক্ত হলো হেলিকপ্টার রাইড সেবা

মার্কিন রাইড শেয়ারিং কোম্পানি উবার টেকনোলজিস ইঙ্ক তাদের সেবায় সম্প্রতি হেলিকপ্টার রাইডের সুবিধা যোগ করেছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে এ সেবা চালুর কথা জানায় কোম্পানিটি।

প্রাথমিকভাবে নিউইয়র্কেই এ সেবা চালুর কথা ঘোষণা করে উবার। আগামী জুনে প্রিমিয়াম গ্রাহকদের জন্য এ সেবাটি সহজলভ্য হবে বলে জানায় কোম্পানিটি।

নিউইয়র্কভিত্তিক হেলিকপ্টার চার্টার কোম্পানি হেলিফিলেট শেয়ারের সহায়তায় চালু হওয়া উবারের এ সেবা গ্রহণ করতে খরচ হবে ২০০ থেকে ২২৫ মার্কিন ডলার (প্রায় ১৬ হাজার থেকে ১৯ হাজার টাকা)।

উবার জানায়, যাতায়াতকারীদের সময় বাঁচানোর লক্ষ্য নিয়ে গ্রাহকদের জন্য তারা এ সুবিধা নিয়ে এসেছে।

উবার আশা করছে, নিউইয়র্কের হেলিকপ্টার প্রকল্প তাদের প্লেন সেবা চালুর পরিকল্পনাকে বাস্তবায়নের দিকে অগ্রসর করবে।

বাংলাদেশ সময়: ২৩৫৫ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৯
এবি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।