ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বেসিস আইসিটি অ্যাওয়ার্ডস-২০১৯ পেল ৬৯টি প্রকল্প–প্রতিষ্ঠান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২১ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৯
বেসিস আইসিটি অ্যাওয়ার্ডস-২০১৯ পেল ৬৯টি প্রকল্প–প্রতিষ্ঠান

ঢাকা: বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস ২০১৯ এ পুরস্কৃত হল ৬৯টি প্রকল্প ও প্রতিষ্ঠান। টানা দ্বিতয়বারের মতো আয়োজিত এই অনুষ্ঠানে ৩৫টি ক্যাটাগরিতে ১১৭৫টির ও বেশি আবেদন থেকে এসব প্রতিষ্ঠান ও প্রকল্পগুলো কে পুরস্কার দেওয়া হয়। এর মাঝে ২৯টি ক্যাটাগরিতে চ্যাম্পিয়ান ঘোষণা করা হয় ২৯টি প্রকল্প ও প্রতিষ্ঠানকে।

শনিবার (১২ অক্টোবর) রাজধানীর র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনের গ্র্যান্ড বলরুমে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, অনুষ্ঠানটির পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান আইপিডিসি এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মমিনুল ইসলাম, এবারের আয়োজনের আহ্বায়োক ও বেসিস পরিচালক দিদারুল আলম সানি, সহ সভাপতি মুশফিকুর রহমান সহ আইসিটি খাত সংশ্লিষ্ট সরকারি বেসরকারি পর্যায়ের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ। আর এতে সভাপতিত্ব করেন বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর।

পুরস্কার বিতরণ শেষে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, আজকে যারা অংশগ্রহণ করল বা পুরস্কৃত হল তারা পরবর্তী প্রজন্মের জন্য পথপ্রদর্শক। পরবর্তী প্রজন্ম আজকের এই আবিষকরগুলো কে আরও উন্নত করবে। ডিজিটাল বাংলাদেশের একটি উদাহরণ যদি দেই - মোবাইল ব্যাংকিং। এই মোবাইল ব্য গকিং গ্রামীণ অর্থনীতি তে আমূল পরিবর্তন এনেছে। আজ যারা জিতল বা যারা ভিয়েতনামে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে তারা আমাদের জন্য এমন আরও দারুণ কিছু উদ্ভাবন দেবে বলে আমার বিশ্বাস। সৃজনশীলতা এবং সেগুলোর ডকুমেন্টেশন করা মানব জাতিকে অন্য সকল সৃষ্টি থেকে আলাদা করেছে। আজকের সৃজনশীল আবিষ্কার গুলোও ডকুমেন্টেড হয়ে রইল।

এর আগে বিশেষ অতিথির বক্তব্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ সরকারের অঙ্গীকার। জনপ্রশাসনের প্রতিটি ক্ষেত্রই ডিজিটালাইজড করার কাজ চলছে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের আইসিটি প্রশিক্ষণের মাধ্যমে আমরা একটি ডিজিটাল জনপ্রশাসন তৈরি করছি। দেশীয় তথ্যপ্রযুক্তি খাতের প্রতিষ্ঠানসমূহকে সম্মানিত এবং উৎসাহিত করছে বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস। আমি বেসিসের এ উদ্যোগকে স্বাগত জানাচ্ছি।

আর আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ডিজিটাল বাংলাদেশ অর্থ্যাৎ ১৬ কোটি জনগণকে ডিজিটাল করতে হলে দরকার পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। আর এই কাজটিতে দারুনভাবে অবদান রাখছে বাংলাদেশ এসোসিয়েশন অব সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস বেসিস। ডিজিটাল বাংলাদেশের প্রতিনিধিত্ব করে বেসিস। তথ্যপ্রযুক্তিতে বাংলাদেশের যে বিপ্লব হচ্ছে তা দেশের অর্থনীতির সামগ্রিক চিত্র পাল্টে দেবে। আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড এর মধ্যে দিয়ে যাচ্ছি অর্থ্যাৎ আমাদের প্রায় ৭০ শতাংশ জনগণের গড় বয়স ৩৫ এর নিচে। তারাই আমাদের নেতৃত্ব দিচ্ছে।

সভাপতির বক্তব্যে বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর বলেন, বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডসের মাধ্যমে আমরা সারাদেশের উদ্ভাবনী এবং সম্ভাবনাময় তথ্যপ্রযুক্তি প্রকল্পগুলোকে বাছাই করি এবং উৎসাহ প্রদান করার লক্ষ্যে পুরষ্কার প্রদান করি। বিভিন্ন ক্যাটাগরির প্রকল্পগুলো আমাদের তথ্যপ্রযুক্তি খাতের বিস্তৃত সম্ভাবনাগুলোই তুলে ধরছে। মনোনীত প্রকল্পগুলো আন্তর্জাতিক অঙ্গণে প্রতিযোগিতার জন্য মনোনয়ন দেওয়া হয়, যা বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের সক্ষমতাকেও তুলে ধরছে।

এবারের আয়োজনে ৩৫টি ক্যাটাগরিতে তিনটি করে মোট ১০৫ টি প্রতিষ্ঠান বা প্রকল্পকে পুরস্কৃত করার কথা থাকলেও যোগ্য প্রকল্প না পাওয়ায় ২৯টি ক্যাটাগরিতে শীর্ষ চ্যাম্পিয়ান সহ মোট ৬৯টি প্রকল্পকে পুরস্কৃত করা হয় বলে জানায় বেসিস। ২৯টি ক্যাটাগরির শীর্ষ বিজয়ী সহ ৮০ সদস্যের বাংলাদেশী প্রতিনিধি অংশ নিতে যাচ্ছে ভিয়েতনামে অনুষ্ঠিতব্য অ্যাপিকটা অ্যাওয়ার্ড -২০১৯ এ।

এবারে বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস ২০১৯-এর চ্যাম্পিয়নদের তালিকা নিম্নরূপ:

১. বিজনেস সার্ভিসেস-ফিন্যান্স অ্যান্ড একাউন্টিং-চ্যাম্পিয়ন- অ্যানালাইজেন বাংলাদেশ লিমিটেড।
২. বিজনেস সার্ভিসেস-আইসিটি সার্ভিস সল্যুশনস-চ্যাম্পিয়ন- হেলোটাস্ক লিমিটেড।
৩. বিজনেস সার্ভিসেস-মার্কেটিং সল্যুশনস -চ্যাম্পিয়ন- অ্যানালাইজেন বাংলাদেশ লিমিটেড।
৪. বিজনেস সার্ভিসেস-প্রোফেশনাল সার্ভিসেস-চ্যাম্পিয়ন- অ্যান্ট বিজনেস নেটওয়ার্ক প্রাইভেট লিমিটেড।
৫.কনজ্যুমার-ব্যাংকিং, ইনস্যুরেন্স, ফিন্যান্স-চ্যাম্পিয়ন- লঙ্কাবাংলা ইনফরমেশন সিস্টেম লিমিটেড।
৬.কনজ্যুমার-ডিজিটাল মার্কেটিং-চ্যাম্পিয়ন- অ্যানালাইজেন বাংলাদেশ লিমিটেড।
৭.কনজ্যুমার-মিডিয়া অ্যান্ড এন্টারটেইমেন্ট-চ্যাম্পিয়ন- কন্টেন্ট ম্যাটার্স লিমিটেড।
৮.কনজ্যুমার-রিটেইল অ্যান্ড ডিস্ট্রিবিউশন-চ্যাম্পিপয়ন- এটুআই, আইসিটি বিভাগ।
৯.ইনক্লুশন অ্যান্ড কমিউনিটি সার্ভিসেস-কমিউনিটি সার্ভিসেস-চ্যাম্পিয়ন- শাটল।
১০.ইনক্লুশন অ্যান্ড কমিউনিটি সার্ভিসেস-এডুকেশন-চ্যাম্পিয়ন- ইয়োডা।
১১.ইনক্লুশন অ্যান্ড কমিউনিটি সার্ভিসেস-হেলথ অ্যান্ড ওয়েলবিঙ্গ-চ্যাম্পিয়ন- এটিআই লিমিটেড।
১২. ইনক্লুশন অ্যান্ড কমিউনিটি সার্ভিসেস-ইনডেজিনিয়াস সার্ভিসেস-চ্যাম্পিয়ন- ব্যাবিলন রিসোর্স লিমিটেড।
১৩.ইনক্লুশন অ্যান্ড কমিউনিটি সার্ভিসেস-রিজিওনাল অ্যান্ড রিমোট সার্ভিসেস-চ্যাম্পিয়ন- এখনি.কম লিঃ (বাগডুম ডটকম)।
১৪.ইনক্লুশন অ্যান্ড কমিউনিটি সার্ভিসেস-সাস্টেইলিবিটি অ্যান্ড এনভায়রনমেন্ট- যুগ্ম চ্যাম্পিয়ন- জেনেক্স ইনফোসিস লিমিটেড।
১৫. ইনক্লুশন অ্যান্ড কমিউনিটি সার্ভিসেস-সাস্টেইলিবিটি অ্যান্ড এনভায়রনমেন্ট যুগ্ম -চ্যাম্পিয়ন- স্কিল ডেভলোপমেন্ট ফর মোবাইল গেম এবং অ্যাপ্লিকেশন প্রকল্প, আইসিটি বিভাগ।
১৬. ইন্ডাস্ট্রিয়াল-অ্যাগ্রিকালচার-চ্যাম্পিয়ন-সূর্যমুখী লিমিটেড।
১৭.ইন্ডাস্ট্রিয়াল-ম্যানুফেকচারিং-চ্যাম্পিয়ন-প্রাইডসিস আইটি লিমিটেড।
১৮.ইন্ডাস্ট্রিয়াল-সাপ্লাইচেইন লজিস্টিক্স-চ্যাম্পিয়ন-সফটওয়্যার শপ লিমিটেড (এসএসএল ওয়্যারলেস)।
১৯. ইন্ডাস্ট্রিয়াল-ট্রান্সপোর্ট-চ্যাম্পিয়ন-ডিঙ্গি টেকনোলজিস লিমিটেড।
২০.পাবলিক সেক্টর অ্যান্ড গভার্নমেন্ট-ডিজিটাল গভার্নমেন্ট -চ্যাম্পিয়ন- বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল।
২১. পাবলিক সেক্টর অ্যান্ড গভার্নমেন্ট-গভার্নমেন্ট অ্যান্ড সিটিজেন সার্ভিস-চ্যাম্পিয়ন-  প্যারালাক্সলজিক ইনফোটেক।
২২. স্টুডেন্ট-সিনিয়র ক্যাটাগরি-চ্যাম্পিয়ন-আইডিইবি আইওটি এবং রোবোটিক্স গবেষণা ল্যাব।
২৩. স্টুডেন্ট-টারশিয়ারি ক্যাটাগরি-চ্যাম্পিয়ন-এইচএমসফট।
২৪. টেকনোলজি-এআই-চ্যাম্পিয়ন-পিএমস্পায়ার লিমিটেড।
২৫.টেকনোলজি-বিগ ডেটা-চ্যাম্পিয়ন- ক্র্যামস্ট্যাক লিমিটেড।
২৬.টেকনোলজি-ইন্টারনেট অব থিংস-চ্যাম্পিয়ন- বন্ডস্টেইন টেকনোলজিস লিমিটেড।
২৭.ক্রস ক্যাটাগরি-রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট-চ্যাম্পিয়ন- পাইন সলিউশনস লিমিটেড।
২৮. ক্রস ক্যাটাগরি-স্টার্টআপ- যুগ্ম চ্যাম্পিয়ন-এআরকম।
২৯. ক্রস ক্যাটাগরি-স্টার্টআপ- যুগ্ম চ্যাম্পিয়ন-সিগমাইন্ড

বাংলাদেশ সময়: ০৩২১ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৯
এসএইচএস/এমএমইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।