তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ জানিয়েছে, ‘ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮’ অনুযায়ী এই এজেন্সি গঠন করা হয়েছে।
গত ৫ ডিসেম্বর এ সংক্রান্ত প্রজ্ঞাপন সরকারি গেজেট আকারে জারির দিন থেকে তা কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।
একজন মহাপরিচালক এবং দুইজন পরিচালক নিয়ে ডিজিটাল নিরাপত্তা এজেন্সি গঠিত হয়েছে।
ডিজিটাল নিরাপত্তা এজেন্সি গঠনের জন্য গত বছরে পাস হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনে উল্লেখ ছিল।
ডিজিটাল নিরাপত্তার অবকাঠামোগত উন্নয়ন, দক্ষ জনবল বৃদ্ধি, মানদণ্ড নির্ধারণ, আন্তঃপ্রাতিষ্ঠানিক নীতি বাস্তবায়নের মাধ্যমে ডিজিটাল হুমকি প্রতিরোধ এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে ডিজিটাল নিরাপত্তা সেবাকে উৎপাদনশীল খাত হিসেবে বিকশিত হতে সহায়তা করবে ডিজিটাল নিরাপত্তা এজেন্সি।
বাংলাদেশ সময়: ১১০৬ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৯
এমআইএইচ/টিএ