ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

খুদে প্রযুক্তিপণ্যের ক্রেতা বাড়ছে

ডেস্ক রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১২
খুদে প্রযুক্তিপণ্যের ক্রেতা বাড়ছে

ঢাকা: বিসিএস সিটি আইটি মেলা ২০১১-১২ এ ছোট ছোট প্রযুক্তি পণ্যের ক্রেতা বাড়ছে। মেলায় যারা আসছেন তারা কোনো না কোনো ধরনের পণ্য কিনছেন।

রোববার বিসিএস সিটি বন্ধ থাকার কথা থাকলেও মেলা উপলক্ষে খোলা রয়েছে।

মেলা উপলক্ষে নানা পণ্যে ছাড় দেয়া হয়েছে। মেলায় ঘুরতে আসা এক শিক্ষার্থী জানায়, বন্ধুরা মিলে মেলায় হেডফোন কিনতে এসেছে। পছন্দ হলে ল্যাপটপ কেনার কথা জানান তিনি।  

মেলায় বিভিন্ন প্রতিষ্ঠান তাদের সর্বশেষ প্রযুক্তির পণ্য ক্রেতাদের কাছে তুলে ধরেছেন। ক্রেতারাও তাদের পছন্দ মতো পণ্য কিনছে।

আহমেদ ইশতিয়াক জানান তার নিজের প্রতিষ্ঠানের জন্য পোর্টেবল হার্ডডিস্ক ও পেনড্রাইভ কিনতে এসেছেন।

বিসিএস কম্পিউটার সিটি মেলা চলবে ৪ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। মেলায় থাকছে থাকছে গুনীজন সংবর্ধনা এবং বিশিষ্ট অতিথিদেরকে ক্রেস্ট প্রদান। এছাড়া সাধারণ দর্শনার্থীদের জন্য থাকছে শিশু চিত্রাংকন প্রতিযোগিতা, গেমিং প্রতিযোগিতা, ডিজিটাল ফটোগ্রাফি প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, রক্তদান কর্মসূচী।

কম্পিউটার সিটি জুড়ে আয়োজিত এ মেলায় ১৬০টি স্থায়ী প্রতিষ্ঠানে চলছে প্রযুক্তি পণ্য প্রদর্শনী। পাশাপাশি রয়েছে বিখ্যাত সব প্রযুক্তি প্রতিষ্ঠানের প্যাভেলিয়ন।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।