ঢাকা, মঙ্গলবার, ২৬ ফাল্গুন ১৪৩১, ১১ মার্চ ২০২৫, ১০ রমজান ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

হুয়াওয়ের ৪ দিনের রোডশো

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৪ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১২
হুয়াওয়ের ৪ দিনের রোডশো

ঢাকা: ডাক ও টেলিযোগাযোগ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‘মোবাইল সিম কার্ড, মডেম এবং টেলিযোগাযোগের যন্ত্রাংশের ওপর সব ধরনের ট্যাক্স তুলে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমি অনুরোধ জানাবো। ’

তিনি বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে মানুষের কাছে তথ্যপ্রযুক্তি সহজলভ্য করতে হবে।

এর জন্য এসব যন্ত্রাংশের ট্যাক্স তুলে দেওয়া প্রয়োজন। ’

সোমবার রাজধানীর রূপসী বাংলা হোটেলে টেলিযোগাযোগ নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে টেকনোলজি তৃতীয় প্রজন্মের (থ্রিজি) মোবাইল সেবা বিষয়ক শীর্ষক রোডশো উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

৪ দিনব্যাপী এ রোডশো চলছে রূপসী বাংলা হোটেলের উইন্টার গার্ডেনে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূূত ঝাং জিয়ানি ও হুয়াওয়ে’র বাংলাদেশের সিইও বেকার ঝু।

বাংলাদেশ সময় : ১৩৩৪ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।