ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বিমান-টেলিটক চুক্তি সই 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২১
বিমান-টেলিটক চুক্তি সই 

ঢাকা: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের মধ্যে কর্পোরেট চুক্তি সই হয়েছে।  

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুপুর ২টায় বিমানের প্রধান কার্যালয় বলাকায় এই চুক্তি সই হয়।

সন্ধ্যা পৌনে ৬টায় পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

এতে বলা হয়, চুক্তির আওতায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও টেলিটকের বাল্ক এসএমএস সেবা গ্রহণ করবে। চুক্তির ফলে বিমানের পক্ষ থেকে যাত্রীদের বিমানের ফ্লাইটের সময় পরিবর্তন, বাতিল করা ফ্লাইটের তথ্য দেওয়া, কোভিড-১৯ সম্পর্কিত তথ্য ও অন্যান্য তথ্য টেলিটক অপারেটরের সাহায্যে এসএমএসের মাধ্যমে জানানো হবে। এছাড়াও রাস্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান দু’টি সক্ষমতা অনুযায়ী বিভিন্ন সেবা এক অপরকে দেবে।  

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মো. মোকাব্বির হোসেন ও টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মো. সাহাব উদ্দিনের উপস্থিতিতে টেলিটকের মহাব্যবস্থাপক প্রভাস চন্দ্র রায় ও বিমানের মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তি সই করেন।  

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২১
টিএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।