ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

তথ্যপ্রযুক্তি

রামপুরা এলাকার দুই হাজার টেলিফোন অচল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২১
রামপুরা এলাকার দুই হাজার টেলিফোন অচল

ঢাকা: উত্তর সিটি করপোরেশনের আওতায় হাতিরঝিল সমন্বিত উন্নয়ন প্রকল্পের অধীন ক্ষতিগ্রস্ত ড্রেনেজ অবকাঠামো পুনর্নির্মাণ কাজ চলাকালীন মৌচাক-রামপুরা সড়কের পশ্চিম রামপুরা অংশে বাংলাদেশ টেলিকমউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) ভূ-গর্ভস্থ কয়েকটি ক্যাবল কাটা পড়েছে।

এর ফলে পূর্ব রামপুরা টিভি লিংক রোড, জাকের রোড, হাইস্কুল রোড, পূর্ব রামপুরা, মোল্লাবাড়ী, ব্যাংক কলোনি, তিতাস রোড, ডিআইটি রোড, বউ বাজার, পূর্ব হাজীপাড়া, উলন রোড, উলন বাজার, ওয়াপদা পাওয়ার হাউজ রোড, বাগিচার টেক, ওমর আলী লেন ও পশ্চিম রামপুরা এলাকার প্রায় দুই হাজার টেলিফোন অচল হয়ে পড়েছে বলে জানিয়েছে বিটিসিএল।

সংস্থার জেনারেল ম্যানেজার মীর মোহাম্মদ মোরশেদ জানান, সংশ্লিষ্ট বিভাগ থেকে এরই মধ্যে ক্যাবল মেরামতের কাজ শুরু করা হয়েছে। আশা করা যাচ্ছে যে, আগামী সাতদিনের মধ্যে টেলিফোনগুলো সচল করা সম্ভব হবে।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২১
এমআইএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।