ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ইন্টারনেট ছড়িয়ে দিতে উদ্ভাবকের আহ্বান

মনোয়রুল ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১০
ইন্টারনেট ছড়িয়ে দিতে উদ্ভাবকের আহ্বান

বিশ্বব্যাপী বিনামূল্যে ইন্টারনেট সেবা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন ওয়েব সংস্কৃতির উদ্ভাবক স্যার টিম বারনার্স লি। লন্ডনে অনুষ্ঠিত নকিয়া ওয়ার্ল্ড কনফারেন্সে তিনি এ আহ্বান জানান।

টিম বারনার্স লি জানান, এ মুহূর্তে বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ২০ ভাগ ইন্টারনেট ব্যবহার করার সুযোগ পাচ্ছেন। কিন্তু বাকি ৮০ ভাগ মানুষকে ইন্টারনেট ব্যবহারের সুযোগ করে দিতে হবে। তাছাড়া বিশ্বজুড়ে মোবাইল ফোনের নেটওয়ার্ক ক্রমেই আরও বিস্তৃত হচ্ছে।

তাই সবার এখন ইন্টারনেটের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ তৈরি হয়েছে। তবে সরকারি কর এবং অবকাঠামোগত খরচ নিয়ন্ত্রণে তিনি সবার সহযোগিতা প্রত্যাশা করেন। তাছাড়া তিনি প্রয়োজনের ভিত্তিতে ইন্টারনেট ব্যবহারের সুযোগ বণ্টনের পরামর্শ দিয়েছেন।

বাংলাদেশ স্থানীয় সময় ২২১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।