ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

তথ্যপ্রযুক্তি

পানির অপচয় রোধে প্রযুক্তি দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, মার্চ ১৬, ২০২১
পানির অপচয় রোধে প্রযুক্তি দাবি

ঢাকা: পানির অপচয় রোধ নগরবাসীর নৈতিক কর্তব্য। নাগরিক সচেতনতার অভাবে ভবনে ভবনে পানির অপচয় হচ্ছে।

ওয়াসা বা মোবাইল কোর্টের মাধ্যমে বিপুল পরিমাণ অপচয় রোধ করা সম্ভব নয়। এক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার করা সময়ের দাবি।  

মঙ্গলবার (১৬ মার্চ) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে সরকারি কর্মকর্তা এবং পেশাজীবীদের বিজ্ঞান জাদুঘর সফর উপলক্ষে আয়োজিত এক বিজ্ঞান বক্তব্যে সংস্থাটির মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী এ দাবি করেন।

তিনি বলেন, প্রয়োজনে ড্রোন ব্যবহার করে পানি অপচয় রোধ ও চুরির ঘটনা উদ্ঘাটন করতে হবে। পৃথিবীর ১০টি শহর পানিশূন্য হয়ে পড়েছে। তোমরা খাও, পান করো কিন্তু অপচয় কোরো না। পানির সদ্ব্যবহারে সবাইকে বিবেকবান হতে হবে।  

অনুষ্ঠান শেষে অতিথিদের জন্য বিজ্ঞান জাদুঘর পরিদর্শন, ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনী ও টেলিস্কোপের মাধ্যমে মহাকাশ পর্যবেক্ষণের আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, মার্চ ১৬, ২০২১
এসএমএকে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।