ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

টিআরএনবির নতুন সভাপতি রাশেদ, সম্পাদক সমীর

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, এপ্রিল ২, ২০২১
টিআরএনবির নতুন সভাপতি রাশেদ, সম্পাদক সমীর

ঢাকা: টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশের (টিআরএনবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক সমকালের বিশেষ প্রতিনিধি রাশেদ মেহেদী ও সাধারণ সম্পাদক দৈনিক ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার সমীর কুমার দে।

গত বৃহস্পতিবার (১ এপ্রিল) দিনগত রাতে হবিগঞ্জের দ্য প্যালেসে  সংগঠনের বার্ষিক সাধারণ সভায় ২০২১ সালের জন্য সাত সদস্যের নতুন কমিটি নির্বাচন করা হয় বলে সংগঠনের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন- কোষাধ্যক্ষ দৈনিক মানবজমিনের সিনিয়র রিপোর্টার কাজী আফিফুজ্জামান সোহাগ, সাংগঠনিক সম্পাদক দৈনিক ইনকিলাবের সিনিয়র রিপোর্টার ফারুক হোসাইন, কার্যনির্বাহী সদস্য যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার এস এম মাসুদুজ্জামান রবিন, ডেইলি স্টারের স্টাফ রিপোর্টার শাহিদ বাপ্পি ও টেকশহরের সিনিয়র রিপোর্টার আল আমিন দেওয়ান।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২১
এমআইএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।