ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

লকডাউনে আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতা চেয়েছে এমটব

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২১
লকডাউনে আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতা চেয়েছে এমটব

ঢাকা: আগামী ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত চলমান লকডাউন/নিষেধাজ্ঞার সময় নিরবচ্ছিন্নভাবে জরুরি মোবাইল টেলিকম এবং ইন্টারনেট সেবা চালু রাখতে আইন প্রয়োগকারী সংস্থার কাছে সহযোগিতা চেয়েছে মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের সংগঠন এমটব।

সরকারি আদেশ অনুসারে, সরকারি ও বেসরকারি টেলিকম এবং ইন্টারনেট জরুরি পরিষেবা ও এ সংলিষ্ট অফিস এবং কর্মকর্তারা ঘোষিত বিধিনিষেধের বাইরে থাকবেন।

এমটব এক বিজ্ঞপ্তিতে জানায়, গত বছর সরকার যখন একই ধরনের বিধিনিষেধ আরোপ করেছিল তখন আইন প্রয়োগকারী সংস্থাগুলো মোবাইল খাতকে সহযোগিতা করেছিল। তাদের এই ভূমিকার জন্য এমটব আইন প্রয়োগকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আমরা আশা করি যে, এবারের নিষেধাজ্ঞা চলাকালেও জরুরি টেলিযোগ ও ইন্টারনেট সেবা নিরবিচ্ছিন্ন থাকবে, যা জনগণের সকল ধরনের ডিজিটাল সেবা ও ব্যবসা সুচারুভাবে পরিচালনা করতে সাহায্য করবে।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২১
এমআইএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।