ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

১৫০ কোটিতে নকিয়া

সাব্বিন হাসান, আইসিটি এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১২
১৫০ কোটিতে নকিয়া

বিশ্বের মোবাইল ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি মাইলফলক ছুঁয়েছে নকিয়া।

সিরিজ৪০ মোবাইল ফোনের মাধ্যমে দেড়শ কোটিতম সেট বিক্রির মাইলফলক স্পর্শ করেছে নকিয়া।

সূত্র এ তথ্য জানিয়েছে।

ব্রাজিলের বিখ্যাত শহর সাওপাওলোর এক নারী গ্রাহক দেড়শ কোটিতম সেট ক্রয়ের মধ্য দিয়ে এক ঐতিহাসিক রেকর্ড স্পর্শ করেন। এর মাধ্যমে নকিয়া পরবর্তী শতকোটি গ্রাহকের লক্ষ্য অর্জনে আরও দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেছে।

নকিয়ার দেড়শ কোটি পূরণ হয় ‘আশা৩০৩’ মডেলের মাধ্যমে। এ মডেলটির বৈশিষ্ট্য দ্রুত ব্রাউজিং, সোশ্যাল নেটওয়ার্কিং এবং গেমিংয়ে কোয়ার্টি কিপ্যাড।

তাৎক্ষণিক এবং সহজবোধ্য সমাধানে আছে টাচস্ক্রিন। এতে আছে প্রিইন্সটলড বিনোদন এবং অ্যাঙ্গরি বার্ডস লাইটের মতো বিশ্বজয়ী অ্যাপলিকেশন।

ব্রাজিলের সাও পাওলোর ম্যাগাজিন লুইজা স্টোর থেকে ২১ বছরের তরুণী মায়ারা রডরিগস এ মডেলটি ক্রয় করেন হাসিখুশি মায়ারা সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে বন্ধু এবং পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ রাখতেই এ ফোনটি কিনেছেন বলে জানান।

বাংলাদেশ সময় ১৯২০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।