ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ঢাবি আইটি সোসাইটির অভিষেক

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১২
ঢাবি আইটি সোসাইটির অভিষেক

যাত্রা শুরু করছে ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটি (ডিইউআইটিএস) তাদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করছে। ৩ ফেব্রুয়ারি (শুক্রবার) এর উদ্বোধন হচ্ছে।

সূত্র এ তথ্য জানিয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে গঠিত এ সংগঠন শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তি জ্ঞান চর্চায় সব ধরনের সহায়ক ভূমিকা রাখবে।

এ ছাড়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেবে এ সংগঠন। আনুষ্ঠানিক যাত্রা উপলক্ষ্যে ৩ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার মিলনায়তনে অভিষেক অনুষ্ঠানের আয়োজনের প্রস্ততি নেওয়া হয়েছে।

সকাল ১০টা ৩০ মিনিটে এ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাবি উপাচার্য আআমস আরেফিন সিদ্দীক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাবির ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (আইআইটি) পরিচালক মাহবুব আলম জেয়ার্দার, ঢাবি প্রক্টর আমজাদ হোসেন, বাংলাদেশ কমপিউটার সমিতির সভাপতি ফয়েজউল্ল্যাহ খান, বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের সভাপতি কাওসার উদ্দিন ছাড়াও তথ্যপ্রযুক্তি খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা।

তথ্যপ্রযুক্তি জ্ঞান প্রসারে ঢাবিতে প্রথম গঠিত হয়েছে আইটি সোসাইটি। এ শুভযাত্রায় সংশ্লিষ্ট সবাইকে নিয়ে কাজ করতে আগ্রহী এ সংগঠনটি সবার সহযোগিতা প্রত্যাশা করেছে।

বাংলাদেশ সময় ২১১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।