ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

অনলাইনে স্বাস্থ্যসেবা দেবে ‘লাইফপ্লাস বিডি’

তথ্যপ্রযুক্তি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫২ ঘণ্টা, আগস্ট ৮, ২০২১
অনলাইনে স্বাস্থ্যসেবা দেবে ‘লাইফপ্লাস বিডি’

ঢাকা: নতুন ডিজিটাল স্বাস্থ্যসেবা অ্যাপ লাইফপ্লাস বিডি যাত্রা শুরু করেছে। রোববার (৮ আগস্ট) লাইফপ্লাসের প্রধান কার্যালয়ে অ্যাপের বাণিজ্যিক কার্যক্রম উদ্বোধন করেন এর প্রতিষ্ঠাতা ও সিইও শাকিফ শামীম।

এ সেবার আওতায় অ্যাপ ব্যবহারকারীরা ঘরে বসেই পাবেন ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট, ডায়াগনস্টিক টেস্ট ও রিপোর্ট ডেলিভারি সুবিধা।

আরও থাকছে মেডিসিন ও যাবতীয় মেডিক্যালসামগ্রী কেনার সুবিধা। পাবেন ২৪ ঘণ্টা অ্যাম্বুলেন্স সার্ভিসসহ নার্সিং কেয়ারের সুবিধাও।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- লাইফপ্লাসের এজি এম আসিফ হোসেন, প্রোডাক্ট ডেভেলপমেন্ট অ্যানালিস্ট আফজাল হোসেন, অ্যান্ড্রয়েড ডেভেলপার মিরাজ অনিক, আইওএস ডেভেলপার শুভ কর্মকারসহ কোম্পানির অন্যান্য কর্মকর্তারা।  

আইওএস ও অ্যান্ড্রয়েড দু’টি ভার্সনেই পাওয়া যাবে অ্যাপটি, যার ডাউনলোড লিংক: http://lifeplusbd.com/a

বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, আগস্ট ০৮, ২০২১
এনএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।