হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে শুরু হয়েছে দু’দিনব্যাপী হ্যাকার সম্মেলন ‘হ্যাকটিভিটি ২০১০’ পর্ব। ১৮ সেপ্টেম্বরে শুরু হওয়া এ সম্মেলন ১৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
এবারের সম্মেলনে এক হাজারেরও বেশি হ্যাকার অংশগ্রহণ করেছে বলে আয়োজক সূত্র জানিয়েছে। অংশগ্রহণকারীদের মধ্যে আরও আছে ওরাকলের আলেকজেন্ডার কর্নব্রাস্ট, কমপিউটার সিকিউরিটি প্রতিষ্ঠান ইএসইটি এর রবার্ট লিপোভস্কি এবং যুক্তরাষ্ট্রের নামকরা হ্যাকার মিচ অ্যাটম্যান।
তাছাড়া হাঙ্গেরি এবং বিশ্বের বিভিন্ন দেশের কমপিউটার বিশেষজ্ঞরাও এ সম্মেলনে অংশগ্রহণ করেছেন। সম্মেলনে ইন্টারনেট নিরাপত্তার বিভিন্ন দিক নিয়ে দিকনিদের্শনামূলক আলোচনা করা হবে।
বাংলাদেশ স্থানীয় সময় ১৮৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১০