ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী সাড়ে ১১ কোটি!

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৯ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২১
মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী সাড়ে ১১ কোটি!

দেশে মোবাইল ও ইন্টারনেট ব্যবহারকারী এবং মোবাইল সংযোগের সংখ্যা বেড়েছে। টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা- বিটিআরসি’র প্রকাশিত আগস্ট মাসের প্রতিবেদনে এই চিত্র দেখা গেছে।

 

বিটিআরসির সর্বশেষ হিসাবে, আগস্ট মাসে দেশে মোবাইল ইন্টারনেট গ্রাহকসংখ্যা ১১ কোটি ৫৪ লাখ ১০ হাজারে পৌঁছেছে। জুলাইয়ে এই সংখ্যা ছিল ১১ কোটি ৩৬ লাখ ৯০ হাজার।  

সম্প্রতি বিটিআরসি জানিয়েছে, দেশের মোবাইল ফোন অপারেটরগুলো নতুন ১৭ লাখ ২০ হাজার ইন্টারনেট গ্রাহক পেয়েছে ।  
আগস্টে দেশে মোট মোবাইল ফোন গ্রাহকসংখ্যা ছিল ১৭ কোটি ৮৬ লাখ ১০ হাজার। এর মধ্যে মোবাইল ফোনের সংযোগে শীর্ষে রয়েছে গ্রামীণফোন। গ্রামীণফোনের গ্রাহক আট কোটি ৩১ লাখ ৮০ হাজার,  রবির পাঁচ কোটি ২২ লাখ ৬০ হাজার, বাংলালিংকের তিন কোটি ৬৯ লাখ এবং টেলিটকের ৬২ লাখ ৭০ হাজার সংযোগ রয়েছে।  

বাংলাদেশ সময়: ০৯৪৮ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০২১
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।