ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

কুখ্যাত সাইবার গ্যাংয়ের ৩ সদস্য গ্রেফতার 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২১
কুখ্যাত সাইবার গ্যাংয়ের ৩ সদস্য গ্রেফতার 

বিশ্বের বড় সাইবার গ্যাংগুলোর একটি হচ্ছে রিভিল। বিশ্বব্যাপী ব্যবসাপ্রতিষ্ঠানে বড় বড় হ্যাকিংয়ের জন্য রিভিলকে দায়ী করা হয়।

এবার এই ‘রিভিল’-এর সদস্যদের গ্রেফতার করা হয়েছে।

বিশ্বব্যাপী এক পুলিশি অভিযানে ইতিহাসের সবচেয়ে রোমানীয় পুলিশ, যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিস (ডিওজে) ও ইউরোপোলের সমন্বিত অভিযানটি একই সঙ্গে অনলাইন ও অফলাইনে পরিচালিত হয়। এতে রোমানিয়ার দুজন এবং ইউক্রেনের একজন অভিযুক্ত হ্যাকারকে গ্রেফতার করা হয়ছে।  

যুক্তরাষ্ট্র এক ঘোষণায় জানিয়েছে, তারা এই সাইবার গ্যাংয়ের কাছ থেকে ৬০ লাখ ডলার মূল্যমানের ক্রিপ্টোকারেন্সি সফলভাবে পুনরুদ্ধার করেছে। ‘গ্র্যান্ডক্র্যাব’ ও ‘সোডিনিকোবি’ নামেও খ্যাত গ্যাংটি তিন বছর ধরে বিশ্বের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে যাচ্ছে।  

বাংলাদেশ সময়: ১১১৭ ঘণ্টা, নভেম্বর ১০ , ২০২১ 
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।