ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

তিন দিনব্যাপী স্মার্টফোন-ট্যাব মেলা শুরু বৃহস্পতিবার

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২২
তিন দিনব্যাপী স্মার্টফোন-ট্যাব মেলা শুরু বৃহস্পতিবার

ঢাকা: সুদীর্ঘ অপেক্ষার পর আবারও শুরু হচ্ছে তিন দিনব্যাপী স্মার্টফোন ও ট্যাব মেলা।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) থেকে রাজধানী ঢাকার আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ মেলা শুরু হবে।

৬ থেকে ৮ জানুয়ারি সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এ মেলা। সব সময়ের মতো এবারও দেশের স্মার্ট ডিভাইস ব্যবহারকারীদের সর্বশেষ মডেলের স্মার্টফোন ও ট্যাব পরখ করে দেখার সুযোগ থাকছে এ মেলায়।

এ মেলায় SAMSUNG এর থাকছে মেগা প্যাভিলিয়ন (আয়োজনে এক্সেল টেলিকম) এবং দর্শকরা এতে প্রবেশ করতে পারবেন বিনামূল্যে। মেলায় ছাত্র-ছাত্রীদের জন্য থাকছে বিশেষ ছাড় এবং সাধারণ দর্শকদের জন্য রয়েছে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ছাড় ও আকর্ষণীয় পুরস্কার। এছাড়াও থাকছে S21FE মডেলের Prebooking সুবিধা।

সপরিবারে যেতে পারেন স্মার্টফোন ও ট্যাব মেলায় এবং উপভোগ করুন নির্ধারিত পণ্যে অভাবনীয় ছাড় ও আকর্ষণীয় পুরস্কার। সেই সঙ্গে আপনাদের জন্য বিশেষ আয়োজন হিসেবে থাকছে 5G Experience Zone।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২১
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।