২০১৫ সালের মধ্যে বিশ্বের অর্ধেক মানুষের উচ্চ গতিসম্পন্ন ইন্টারনেট সেবাভুক্ত হওয়া উচিত। সঙ্গে বিশ্বের সব দেশের সরকারি এজেন্ডায় ইন্টারনেট সেবার অগ্রাধিকার পাওয়া উচিত।
তিনি বিশ্বের বিভিন্ন দেশের সরকারদের একত্রিত হয়ে ইন্টারনেটনির্ভর ভবিষ্যৎ গড়ার আহ্বান জানিয়েছেন। কারণ বিশ্বের উন্নত দেশগুলোর শতকরা ৫০ ভাগ এখনও ব্রডব্যান্ড সেবার আওতায় আসেনি। আইটিইউ সূত্র মতে, এ মুহূর্তে বিশ্বের উন্নত দেশগুলোর শতকরা ৩০ ভাগ ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার আওতায় আছে।
অন্যদিকে প্রতি ১০টি উন্নয়নশীল দেশের একটি ব্রডব্যান্ড সেবার আওতায় এসেছে। আর দরিদ্র দেশের বেলায় এ হিসাব তুলনামূলক আরও কম। কারণ এ মুহূর্তে প্রতি ১০০টি দরিদ্র দেশের মাত্র একটি ব্রডব্যান্ড সেবার আওতায় আছে।
বাংলাদেশ স্থানীয় সময় ১৫২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১০