ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

টেলিটকের নতুন এমডি হাবিবুর রহমান, বিএসসিসিএলে সাহাবুদ্দিন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, আগস্ট ৪, ২০২২
টেলিটকের নতুন এমডি হাবিবুর রহমান, বিএসসিসিএলে সাহাবুদ্দিন টেলিটক ও বিএসসিসিলের এমডি

ঢাকা: বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে এম হাবিবুর রহমানকে টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দিয়েছে সরকার।

আর টেলিটকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করে আসা মো. সাহাবুদ্দিনকে বিএসসিসিএল এমডি করা হয়েছে।

 

বিসিএস টেলিকম ক্যাডারের এই কর্মকর্তাদের পদ বদল করে বৃহস্পতিবার (০৪ আগস্ট) প্রজ্ঞাপন জারি করেছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ।

এই দুইজন কর্মকর্তা টেলিযোগাযোগ অধিদপ্তরের জিএম (ইঞ্জিনিয়ারিং) থাকাকালে প্রেষণে দুই সংস্থার এমডির দায়িত্ব পালন করে আসছিলেন।
 
টেলিটকের নতুন এমডির দায়িত্ব পাওয়া হাবিবুর রহমানের বাড়ি গাইবান্ধায়।

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, জুলাই ০৪, ২০২২
এমআইএইচ/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।