ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

তথ্যপ্রযুক্তি

যুক্তরাষ্ট্র মাতাচ্ছে নতুন সামাজিক যোগাযোগ মাধ্যম ‘বি-রিয়েল’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২২
যুক্তরাষ্ট্র মাতাচ্ছে নতুন সামাজিক যোগাযোগ মাধ্যম ‘বি-রিয়েল’

যুক্তরাষ্ট্রে জনপ্রিয় হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ‘বি-রিয়েল'। সেপ্টেম্বরের শুরুতে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি ডাউনলোড করা অ্যাপ ছিল বি-রিয়েল৷ ব্রিটেন ও ফ্রান্সের শীর্ষ তিন ডাউনলোড করা অ্যাপের মধ্যেও একটি হয়েছে বি-রিয়েল৷ মার্কেট ট্র্যাকার ডাটা.এআই এসব তথ্য দিয়েছে৷

‘বি-রিয়েল' অ্যাপটা কেমন? 

ফেসবুক, ইন্সটাগ্রাম ব্যবহারকারীরা সাধারণত ফিল্টার ব্যবহার করা ছবি পোস্ট করে থাকেন৷ বি-রিয়েলে সেটা সম্ভব না৷ কারণ এই অ্যাপ তার ব্যবহারকারীদের প্রতিদিন কোনো এক সময়ে নোটিফিকেশন পাঠিয়ে থাকে৷ তারপর মাত্র দুই মিনিটের মধ্যে ছবি তুলে তা পোস্ট করতে বলে৷ দিনের যে-কোনো সময় নোটিফিকেশন আসতে পারে৷

সেই সময় আপনি ঠিক যা করছেন তারই ছবি আপনাকে তুলতে হবে৷ ফোনের পেছনের ও সামনের ক্যামেরা দিয়ে ছবি ওঠাতে হবে৷ আপনার বন্ধুরাও একই সময়ে নোটিফিকেশন পাবেন৷ ফলে একইসঙ্গে সবার ছবি পোস্ট হবে৷ এসব পোস্টে মন্তব্য করা যাবে, কিন্তু লাইক দেয়া যাবে না৷ দুই মিনিট সময় হওয়ায় ছবি ফিল্টার করার সুযোগ নেই৷

বছর দুয়েক আগে ফ্রান্সের উদ্যোক্তারা বি-রিয়েল অ্যাপ চালু করেন৷ ইতিমধ্যে সাড়ে তিন কোটিবার এটি ডাউনলোড করা হয়েছে৷ ডাটা.এআই বলছে জেনারেশন জেড (১৯৯০ এর দশক থেকে ২০১০ এর মধ্য জন্মগ্রহণকারী) প্রজন্মের কাছে এটি বেশি জনপ্রিয়৷

প্রযুক্তি বিশেষজ্ঞ ক্যারোলিনা মিলানেসি বলেন, আমার মনে হয় ফেক আর পারফেক্টের প্রতি জেনারেশন জেডের মোহ কেটে গেছে, কারণ জীবনতো আসলে সেরকম নয়৷

সূত্র: এএফপি, ডয়চেভেলে

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা,সেপ্টেম্বর১১, ২০২২  
ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।