ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২২
মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

মাগুরা: ‘তথ্য প্রযুক্তির যুগে জনগণের তথ্য অধিকার নিশ্চিত হোক’- এ প্রতিপাদ্য নিয়ে মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে।

বুধবার (২৮ সেপ্টম্বর) সকালে শহরের কালেক্টরেট চত্বর থেকে র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে পুনরায় কালেক্টরেট চত্বরে এসে শেষ হয়।

এখানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শাহাদাত হোসেন মাসুদ।  

এতে বক্তব্য দেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. আসাদুল ইসলাম, জেলা তথ্য অফিসার রেজাউল করিমসহ অনেকে।  

আলোচনা সভা শেষে এ উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ১০ জন শিক্ষার্থীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।  

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।