ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানের কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৩ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২২
পাকিস্তানের কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ৯

পাকিস্তানের একটি কয়লাখনিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে।

আহত হয়েছেন আরও ৪ জন।

বুধবার (৩০ নভেম্বর) দেশটির খাইবার পাখতুনখাওয়া প্রদেশের ওরাকজাই জেলার একটি প্রত্যন্ত অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে। সূত্র- গালফ নিউজ।

ওরাকজাই জেলা প্রশাসক জানিয়েছেন, ওই সময় খনিতে ১৩ জন শ্রমিক ছিলেন। বিস্ফোরণের পর সেখান থেকে নয়জনের মরদেহ উদ্ধার করা হয়। অবশিষ্ট চার খনি শ্রমিককে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে। তারা গুরুতর আহত হয়েছেন। মূলত খনির ভেতরে গ্যাসের স্পার্কের কারণে বিস্ফোরণটি ঘটেছে।

কয়লাখনিতে বিস্ফোরণের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও স্থানীয় সরকার কর্মকর্তারা।

পাকিস্তানের খনি ও খনিজ বিভাগের উপদেষ্টা মোহাম্মদ আরিফ বলেছেন, এ ঘটনায় কোনো গাফিলতি আছে কিনা তা তদন্ত করে দেখছেন কর্মকর্তারা।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম এবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের কয়লা খনন শিল্পে নিরাপত্তার মানগুলো সাধারণত উপেক্ষা করা হয়। এ কারণে সাম্প্রতিক বছরগুলোতে কয়লা খনি দুর্ঘটনায় দেশটিতে অসংখ্য খনি শ্রমিক নিহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ০৯১৮ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২২
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।