ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

শীতে লড়াই ধীর হবে: মার্কিন গোয়েন্দা সংস্থা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৭ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২২
শীতে লড়াই ধীর হবে: মার্কিন গোয়েন্দা সংস্থা

‘ইউক্রেন যুদ্ধের গতি আগের তুলনায় শ্লথ হয়ে আসছে। শীতের আগামী মাসগুলোতে এই ধারা অব্যাহত থাকবে’- এমনটাই বিশ্বাস করে মার্কিন গোয়েন্দা সংস্থা।

রোববার (৪ ডিসেম্বর) মার্কিন গোয়েন্দা বিভাগের পরিচালক এভ্রিল হেইনসের বরাত দিয়ে সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

তিনি বলেন, আগামী বসন্তে পাল্টা আক্রমণের জন্য উভয়পক্ষই ‘শক্তি সামর্থ্য পুনঃপ্রতিষ্ঠা, পুনরায় সরবরাহ ও বাহিনী পুনর্গঠন’ করছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের নয় মাস চলছে। যুদ্ধের এই পর্যায়ে রাশিয়া ইউক্রেনে দখল করা অর্ধেকেরও বেশি জায়গা হারিয়েছে।

ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত একটি প্রতিরক্ষা ফোরামে এভ্রিল হেইনস বলেন, ‘’যুদ্ধের বেশিরভাগ লড়াই-ই এখন পূর্ব ইউক্রেনের বাখমুত ও দনেতস্ক অঞ্চলের চারপাশে চলছে। ’

তিনি বলেন, ‘গত মাসে খেরসনের পশ্চিমাঞ্চল থেকে রাশিয়া সৈন্য সরিয়ে নেওয়ার পর থেকেই যুদ্ধের গতি ধীর হতে শুরু করেছে। আশা করছি আগামী মাসগুলিতে আমরা যা দেখতে চাই, তা দেখতে পাব। ’

‘তবে, ইউক্রেন ও রাশিয়ান সামরিক বাহিনী উভয়ই শীতের পর যেকোনো পাল্টা আক্রমণের জন্য প্রস্তুত হতে চাইবে’- তিনি যোগ করেন।

মার্কিন গোয়েন্দা পরিচালক বলেন, ‘কিন্তু প্রকৃতপক্ষে, রাশিয়ানরা এটি করতে প্রস্তুত হবে কিনা তা নিয়ে আমাদের যথেষ্ট পরিমাণে সংশয় রয়েছে। মার্কিন গোয়েন্দারা বিশ্বাস করেন, ‘রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই পর্যায়ে তার সামরিক বাহিনী কতটা চ্যালেঞ্জের মুখে আছে তার সম্পূর্ণ চিত্র জানেন না। ’

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২২
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।